পাতা:ভারতী ১৩১৮.djvu/১১০১

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

?e 8b, কু প্রবৃত্তিতে তুমি সাধ্বীর প্রাণ নষ্ট করেছ ! কি পাপিষ্ঠ ভূমি।” নরেজ নীরবে এ কয়দিন সে প্রতারিত হইয়া পরে সতীর মৃত্যু সংবাদ শুনিয়া নীরবে কিছু কিছু মই ভাপভোগ করিতেছিল। অনুতাপের মাত্রা এইবার পূর্ণ হইয়া উঠিল। বিশ্বেশ্বর আবার বলিল, “শুনেছি হরি তোমার আশ্রয়ে বাবুগিরি করে বেড়ায় । তাকে ডাকা ও দেখি” । কলের পুত্তলির মত নরেন্দ্র তাছার আজ্ঞ পালন করিল। বাটীর দুর্ঘটনা সেও গুজবে শুনিয়াছিল, ভীত বিযঃমুখে সে আসিয়া দাড়াইল । বিশ্বেংয় তাহার দিকে অঙ্গুলি নির্দেশ করিয়া নখেঞ্জকে বলিল "এটা বুঝি তোমার অভিনয়ের নায়িক সাজে ? এটাকে তোমার ত্যাগ করতে হবে ? এর মা বোন এখনো এর জন্তে চখের জল ফেলছে, সেই চথের জলে আরও তোমাকে পুড়িয়ে মার্বে। এটাকে তোমার বাড়ী থেকে দূর কবৃতে হবে” । “নিয়ে যান নিয়ে যান, আমি আর থিয়েটার রাখছিনে। ঐ থিয়েটাৰই আমার দশা এমন করেছে, নইলে মশায় আমি লোক মন্দ ছিলাম না।” “ठ| श्राथि छानि । ८ठाभाद्र झंो प भगl, সতী এর আমার—বোনের মত ছিল, সকলের কাছে গুনি তোমার ব্যবহারে তোমার সাধবী পতি প্রাণু স্ত্র মৃতপ্রায়,—সেও কোন দিন আত্মহত্য করে তোমার পাপের নেী ক’ ছনে cदावाहे कtब cनरद। cठाभाद्र छब्राङ्गदिद्र আর দেরী নেই।” उiहउँौ । कांसुन, بياو9 لإ নরেন্দ্র অধোবদনে রছিল। বিশ্বেং, হরির পানে চাহিয়া বলিল *আমার সঙ্গে তোমায় বাড়ী যেতে হবে।” ছরি একবার দীন নয়নে নরেন্দ্রের পানে চাহিল, করুণ বচনে বলিল "নরেন বাৰু আমার আপনি”— নরেন্দ্র বাধা দিয়া সবেগে বলল “ষা ও साँs cउfमब्रtई उ व्tभाम भाषा ठा १९ খেয়েছ ; যা করেছ খু করেছ,—আমি আর থিয়েটার রাখছিনা – আমার বাড়ী থেকে চলে যা ও বলছি” । অপমানে ইরির মুখ লোহিত হইয়। উঠিল। ধীরে ধীরে সে বাছির হইয়া গেল । বিশ্বেখর উঠি বলিল, নগেনবাবু আমি চলিলাম। বেশ আর কি বলবো ; যে সতীকে তুমি নাশ করেছ, সেই সতী কমলার অভিন্নহৃদয় ছিল, যদি তার কাছে ক্ষমা পেতে চাও তবে কমলাকে সুখী করে ।” “বিশ্বেখর পথে আসিয়া হরিকে বলিল, কোথায় যাচ্ছ হরি ?”

  • কোথায় যাব ? বড়লোকের আশ্রয়ে আর নয়—ওঁর থিয়েটারের জীবুদ্ধিতে আমি এত করলাম, আর উনি কিনা আজ আমায় অপমান করলেন। একবার বাড়ী গিয়ে মাকে দেপে, অন্ত কোথাও যাব ।”

“মন্ত কোথাও যেতে হবে না। মাকে মুখী করে গ্রামেই মামুষের মত থাকৃতে পারবে। মোসাঞ্ছেবি ছেড়ে দিয়ে ভদ্রলোকের মতনষ্ট কাজ কৰ্ম্ম কৰূলে অনেক সাধারণ লোকের ও সাহায্য পাবে।” ( ক্রমশ: ) শ্ৰীমতী নিরুপমা দেবী।