পাতা:ভারতী ১৩১৮.djvu/১২৭০

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

৩৫শ বর্ষ, দ্বাদশ সংখ্যা । চন—ভারতীয় স্থাটাে গ্রীসীয় প্রভাব। YReసి করিলাম। এক্ষণে ঐ পদ্ধতি-নিঃস্থত সিদ্ধাস্তের, তাহাজের ছায়া-র 5ītefn ( adaption )' মূল্য কিরূপ তাহা বিচার করিয়া দেখিব। ” M. windisch शैकाब्र করেন যে, এই ভারতীয় নাটক গুলির সহিত এসকাইলস ও . সফোক্লিসের ট্র্যাজেডির অল্পষ্ট সাদৃপ্ত আছে। . তাই তিনি “নুশুন গ্ৰীক কমেডি"র উপরেই * তার তুলনার ভিত্তি স্থাপন করিয়াছেন । “কি রোম, কি উজ্জয়িনী, সৰ্ব্বত্রই এষ্ট নুতন কমেডির প্রতিধ্বনি পৌছিতে পারে। কেননা, এই নুতন-কমেডি, মানব জীবনের সচরাচর ব্যাপার লষ্টয়া ব্যাপৃত এবং উলুতে একটা স্থানীয় মুর থাকিলেও উহার মধ্যে এমন অনেক জিনিষ আছে যাহা বিশ্বমানবের সাধারণ সম্পত্তি ।” নিজ পদ্ধতি সমর্থনের জন্য,৮– প্রাচ্যখওে গ্রীক অভিনয় সম্বন্ধে তিনি প্ল টার্ক হইতে যে সকল বাক্য উদ্ভূত করিয়াছেন, সেই সকল বাক্যে র্তাহার সিদ্ধাস্ত দৃঢ়ীভূত হয় না। প্রথম উদ্ধৃত বাক্যটি সফক্লিস ও যুরিপিডিস সম্বন্ধে, যুবপিডিসের liacchantes সম্বন্ধে প্রফুজ্য । ও হাত্তে কমেডির কোন উল্লেথ নাই। M. W indisch যে কমেডিকেই তুলনায় ভিত্তিকঁপে নিৰ্বাচন করিয়াছেন,তাহার বিশেষ কোন সাৰ্থক ভ14দখা যায়,না। ੇ কমেডিতে বিশ্বমানবের সাধারণ লক্ষণ ও সাধারণ স্বার্থ থাকা সত্ত্বেও, গ্ৰীক্ কমেডি অ্যাথেনস্ ইষ্টতে (ब्राप्र्म श्ानाखप्रिङ श्हेदाङ्ग गभग्न, श्र८नकछेँ। রূপাস্তরিত o । किढ़ डtशव्र शृtर्रुझे ७jौमौञ्च সভাঃ রোমীয় লোকদিগের মধ্যে প্রবেশ লাভ করিয়াfছল । Plautus s Terrance • লোকগ্রাহ করিবার জন্য দুইটি নাটক ও দুইটি আখ্যানবস্তু একত্র মিশ্রিত করিতে বাধ্য “কইয়াছিলেন । • যে ইটালি গ্রীসের প্রতিবেশী ও আত্মীয় “সেই ইটালির নিকট, ঘূদি গ্রীসীয় ভাৰ ও গ্রাসী গীতিনীতি সহজ বোধ্য ন হইল তবে যে ভারত,—কি প্রকৃতি, কি রুচি, কি মতা, পক .. অনুষ্ঠানু-সকল বিষয়েই গ্রীস হইতে এত তফাৎ, , সেই, ভারত্রে পক্ষে সেসমস্ত ত. আরও দুৰ্ব্বোধ इहै;ाई কঞ্চণ ” ঐ, সকল গ্রীক নাটকে যে সামাজিক অবস্থা চিত্রিত হইয়াছে, তাহুত্বে ভারতবাসীর বিচার-বুদ্ধি ও কল্পন। ਜਿੱਥੇ শিক্টরিয়া উঠিবে। উহাদের আখ্যানবস্তু,শাসন স"ক্রান্ত ব্যাপার ও আইনের উপর প্রতিষ্ঠিত হ ওয়ায় উহা ভারতবাসীর কৌতুহল উৎপাদুন कप्उिs अनार्थ। अङयद हेक्ष बोकाबू করিতেই হুইবে, উইনডিস সাহেবের পিদ্ধস্তের পক্ষে কোন অনুমানই অমুকুল নহে। কিন্তু এ কথা সত্য, হৃদরে ভাবে রঞ্জিত কোন কথাষ্ট্র বাস্তব তথ্যের বিরুদ্ধে দাড়াইতে পারে না। যদি উভয় নাট্য-সাহিত্যের রচনাপদ্ধতি ও পারি ভাষিক খুঁটিনাটি তুলনা করিয়া দেখা যায়, তাহা হইলে কি উহাদের ঘনিষ্ঠু আত্মীয়তার মুম্পষ্ট ও অখণ্ডনীয় প্রমাণ পাওয়া যুষ্টিতে পারে । আচ্ছ, ঐরূপ তুলনা • করিয়াই দেখু যাক। ' ' • ঐজ্যোতিরিন্দ্রনাথ ঠাকুর