পাতা:ভারতী ১৩১৮.djvu/১২৯

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

b o ভারতী । بوده و gr : কিন্তু কামগার খাঁর আক্রমণে রহিম তুরাণী এবং লক্ষীয়ের গোলামী যা অধ্যক্ষত খ ও মুরলীধর বন্দী হইলেন। অবশেষে রমনারায়ণ নিজেই আহত হইলেন। কোক্রেনের অধীনস্থ সৈন্তগণ রাজার সাহায্যার্থ অগ্রসর হইয়া অনেকেই যুদ্ধক্ষেত্রে প্রাণত্যাগ করিল। ষে কয়েকজন অবশিষ্ট থাকিল, তাহারা নগরে প্রত্যাবর্তন করিল। সাআলম বিজয়োল্লাসে উন্মত্ত হইয়া রণবাদ্য বাজাইতে বাজাইতে হতব্যক্তিগণের গোরের আদেশ প্রদান করিলেন । এই ব্যাপারে অত্যধিক সময় অতিবাহিত হইল। যদি যুদ্ধ শেষে নবীন বাদসহ সত্বর পাটন আক্রমণ করিতেন তবে সহজেই পাটনা করতলগত হইত। এদিকে রামনারায়ণ আহতাবস্থাতেও নগর রক্ষার ব্যবস্থ৷ করি। পূৰ্ব্ববারের স্তায় বাদসহ সমীপে দুস্ত প্রেরণ করিয়া সময়াতিপাত করিতে লাগিলেন । বাদসহি নগর অবরোধ করিয়া রহিলেন । ২০শে ফেব্রুয়ারী কালিয়দ ও নবাবী সৈন্ত পাটনার নিকটবৰ্ত্তী হইলে যুদ্ধের আয়োজন হইতে লাগিল । ২২শে তারিখে কালিয়দ নিকটবৰ্ত্তী দুইটী গ্রাম অধিকার করিয়া তথায় এক এক দল সিপাহী রাখিলেন। . বাদসাহী সৈন্য ঐগ্রামস্থ সৈন্যদিগকে আক্রমণ করিলে কালিয়দ তথায় গোরাসৈন্য ও কামান প্রেরণ করিলেন। এই অবস্থায় বাদসাহী সৈন্য নবাবী সৈন্য আক্রমণ করিল। নবাবী সৈন্যের মধ্যস্থলে গোরাসৈন্য ও উভয় পার্থে সিপাহীসৈন্ত সমাবেশ করা হইল। বাদদtহী সৈন্য তিন শ্রেণীতে বিভক্ত হইয়া নবাবী সৈনা আক্রমণে উত্তত হইয়াছিল। প্রথম শ্রেণীতে খাদির দাদখান করিতেছিলেন ; দ্বিতীয় শ্রেণী কামগার খার অধীনে এবং তৃতীয় শ্রেণী স্বয়ং বাদসাহের অধীনে ছিল। মীরণের সৈন্ত-সমাবেশ উত্তম হয় নাই। বিশেষতঃ যুদ্ধের প্রারম্ভেই মীরণের গোলন্দাজী সৈন্য কামান পরিত্যাগ করিয়া পলায়ন করিল। ইংরাজের প্রচণ্ড গোলাঘাতেও বিন্দুমাত্র কাতর না হইয়া বাদসাহী অশ্বারোহী মীরণের সৈন্তকে ব্যতিব্যস্ত করিয়! তুলিল। নবাবী সৈন্ত পৃষ্ঠপ্রদর্শনের উদ্যোগ করায় মেজর কালিয়দ বাদসাই সৈন্তের পাশ্বদেশ আক্রমণ করিলেন । এই অতর্কিত আক্রমণের জন্য বাদসাহী সৈন্ত প্রস্তুত ছিল না, তাহারা পলায়ন করিল। মাত্র চারি ঘণ্টব্যাপী সেরপুরের যুদ্ধে সাআলম পরাজিত হইয়া আট ক্রোশ দুরে বেহার প্রস্থান করিতে বাধ্য হইলেন। যুদ্ধে মীরণ গলদেশে আহত হইয়াছিলেন বলিয়া নবাবী সৈন্ত আর স৷ আলমের পশ্চাদ্ধাবনের অবকাশ পাইল না।

  • সাআলম পরাজিত হইয়া পাৰ্ব্বত্যপথে মুর্শিদাবাদে যাত্রা করিলেন। এ সংবাদে সেখানে হুলস্থল পড়িয়া গেল । বিশেষতঃ এই সময় পূর্ণিয়ার নবাব খাদেম হোসেন বিদ্রোহ ভাবাপন্ন হইলেন। তাহার সহিত মিটমাট হুইবামাত্র নুতন এক শত্রু দেখা দিল । এক দল মহারাষ্ট্র সৈন্ত শিবরতের অধীনে অগ্রসর হইয়া মেদিনীপুরের শাসনকৰ্ত্ত কুশল সিংকে পরাজিত করিয়া—তাহারা বাদসাহের সাহাযfার্থ উপস্থিত এইরূপ প্রচার করিল। বস্তুতঃ মারাটগণ লুন্ঠনের সুবিধার জন্যই এই পন্থী অবলম্ব করিয়াছিল। যাহা হউক কুশল