পাতা:ভারতী ১৩১৮.djvu/১৩০

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

৩৫শ বর্ষ দ্বিতীয় সংখ্যা । সিংহকে পরাজিত করিয়া মহারাষ্ট্রগণ হুগলি ও কলিকাতা আক্রমণ করিল, এবং বাদসাহ মুর্শিদাবাদ পৌছলে র্তাহার সহিত যোগদানের ব্যবস্থাও করিল। কলিকাত কেন্সিল ও মুর্শিদাবাদের দরবার ইহাতে অত্যন্ত ভীত হইয় পড়িলেন । কলিকাতায় সৈন্তের ব্যবস্থা হইতে লাগিল এবং বৰ্দ্ধমানে সৈন্ত প্রেরিত হইল । নবালী ও ইংরেজসৈন্তকে বহুপশ্চাতে রাখিয়া বাদসাহ শীঘ্রই মুর্শিদাবাদে -পেছিবেন এই ংবাদে নবাব কিংকৰ্ত্তব্যবিমূঢ় হইয়া বাদসাহের নিকট নিজ বগুত স্বীকারপূর্বক তাহার গতিরোধে কোনরূপ চেষ্টা করিবেন না এইরূপ লিখিয়া পাঠাইলেন। নবাব এসংবাদ কলিকাতা কেন্সিলকে জানাইলেন না বটে কিন্তু কেন্সিলের আদেশে অবশেষে তাছাকে বদ্ধমানাভিমুখে যাত্রা করিতে হইল । এদিকে বাদসাহের পশ্চাতে পশ্চাতে নবাবী ও ইংরাজের ফৌজ অগ্রসর হইতে লাগিল। বাদসাহের ভুল বশতঃ কালিয়দের, ७ नवांदौ 8/मा ७' अयौनश् हेत्वाक्कै মিবজাফরের সৈন্য একত্রিত হইল। কালিয়দ সেই সময়ই বাদসহকে আক্রমণ করিতে চাহিলেন কিন্তু মিরজাফর ইতস্তত করিতে লাগিলেন। বাদসহ যদি সেই সময়ে নবাবী ফৌজ আক্রমণ করিতেন, তবে খুব সম্ভব জয়লাভ করিতে পারিতেন কেননা মিরজাফরের আীে বাদসাহের সহিত যুদ্ধ করিবার ইচ্ছা ছিল না। কিন্তু বাদসহ ইংরেজের সহিত যুদ্ধ করিতে সাহসী হইলেন না এবং গামোদর . পার হইয়া তিনি পুনরায় পাটনাভিমুখে ॐश्ॉन করিলেন। বাদশাহের প্রত্যাগমনে সংবাদ কোম্পানীর দেওয়ানী । 2 * > নবাব ফোঁজ কয়েকদিন অবগত হইতে পারে নাই কিন্তু কালিয়দ এই সংবাদ পাইবা মাত্র কাপ্তেন নক্সের অধীনে ১৬ই এপ্রিল একদল সৈন্ত পাটনা রক্ষার জন্ত প্রেরণ করিলেন। বাদশাহ মহারাষ্ট্রীয় সৈন্য সহ বিহার পৌছিলে ফরাসী লর্তাহার সৈন্যদল সঙ্গ বাদ - শাহের সহিত যোগদান করিলেন। পরে র্তাহারা পাটনা অবরোধ করিলেন । এবার অবরোধের ভার ল সাহেবের উপর অর্পিত হইল। দুর্গ মধ্যে রামনারায়ণ, শ্বেতাভ রায় এবং ডাক্তার ফুলারটনের অধীনে কুঠার সাহেব ও সিপাহীগণ অমিত বিক্রমে যুদ্ধ করিতে লাগিলেন। ল সাহেব প্রথমতঃ • বিশেষ সুবিধা করিতে না পারায় এক ,সময়ে পূৰ্ব্ব ও পশ্চিম দিক হইতে নগর আক্রমণ করিলেন কিন্তু ইহাতে তিনি কৃতকাৰ্য্য হুইতে পারিলেন না। অধিকন্তু জিয়ান উল আবাদ খা নামক বাদদাহের এক প্রসিদ্ধ যোদ্ধা এই আক্রমণে প্রাণ হারাইলেন। তত্ৰাপি রামনারায়ণ ষে অধিক দিন অীর দুৰ্গরক্ষা করিতে পারিবেন এরূপ বোধ হইল না। সৌভাগ্য বশতঃ কালিয়দ কর্তৃক প্রেরিত কাপ্তেন নক্স এই সময়ে উপস্থিত হইলেন। কাপ্তেন নক্স'১৩ দিনে ৩০ • মাইল পথ অতিক্রম করিয়াছিলেন । " এবং সৈন্তদের প্রোৎসাহিত করিবার জঙ্ক নিজেও সমস্ত পথ পদব্রজে অসিয়াছিলেন । নদীপার হইয়া যুদ্ধসজ্জায় সজ্জিত এই সৈন্যবাহিনী পাটনা পৌছিলে রামনারায়ণ ও তাহার অধীনস্থ সৈন্যদল আশ্বস্ত হইল। রাত্রিকালেও অক্লান্ত কৰ্ম্ম নক্ষ্ম অন্ত দুই জন ইংরাজ সৈন্তের সহিত বাদশাহী সৈন্তের গতিবিধি পৰ্য্যবেক্ষণ করিতে