পাতা:ভারতী ১৩১৮.djvu/১৩৩

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

Ꮌ Ᏹ 8 ब्रूखिद्र शम ७०० *ठ कब्रिब्रl इकि कब्रिग्ना fদলেন । • মীসকাসেমখার বাংলার মসনদ প্রাপ্তির কথা আমরা পূৰ্ব্বেই উল্লেখ করিয়াছি। মীরকাসেম আলি খ। প্রথমতঃ বাদসাহের সহিত সাক্ষাতে অভিলাষী ছিলেন না কিন্তু মেজর কার্ণাকের পুনঃ পুনঃ অমুরোধ উপরোধে ১২ই মার্চ তারিখে পাটনায় ইংরাজকুঠতে তাহার সহিত দেখা করিলেন। বাদসহি কুঠীর হলঘরে পৌছিলে মেজর কাণাক, • ইংরাজকুঠীর অধ্যক্ষ মাকগিয়ার সাহেব এবং অন্তান্ত ইংরাজ * কৰ্ম্মচারীগণ বাদশাহকে কুশীল করিয়া নজর প্রদান করিলেন। নবাব মীরকাসেম আলিও উপস্থিত হইয়া বাদসাহকে ८मश्ब्र এবং একশর্ক এক পত্র পূর্ণ মণি মুক্ত, সাল, রেশমী বস্ত্র প্রভৃতি উপহার দিলেন। বাদদাহের এক পাশে মেজর কার্ণাক ও ম্যাকগিয়ার সাহেব অন্যদিকে মীরকাসেম আসন গ্রহণ করিলেন । e o ) করিলে সাআtলম মীরকাসেমকে বঙ্গ বিহার উড়িষ্যার সুবাদারী প্রদান করিলেন। কিছুক্ষণ কথাবাৰ্ত্তার পর দরবার ভঙ্গ হইল। সাআলম এই সময় কোম্পানীকে বঙ্গ বিহার উড়িষ্যার দেওয়ানী পদ প্রদানে ইচ্ছাপ্রকাশ করিলেন । কিন্তু ইংরাজ কোম্পানী এ প্রস্তাৰে সন্মত না হওয়াতে এবং দিল্লি অধিকারে সাহায্য স্বীকার না করার বাদসহ স্বজউদৌল প্রভৃতির, পরামর্শে জুন মাসে খাটনা • পরিত্যাগ করিলেন। মীরকাসেম বাদসাহকে যাইবার ভারতী । মীরকাসেম বাদসাইকে . বাষিক ২৪ লক্ষ টাকা করপ্রদানের অঙ্গীকার · জ্যৈষ্ঠ, ১৩১৮ পূৰ্ব্বে অর্থদানে পরিতুষ্ট করিলেন এবং মেজর কার্ণক কৰ্ম্মনাশা পর্য্যস্ত র্তাহার সহগামী হইলেন। সুজাউদ্দৌলা কৰ্ম্মনাশার অপর পারে তাহাকে সমাদরে অভ্যর্থনা করিয়া লইলেন। কয়েকদিন লক্ষেী বাস করিয়া তিনি দিল্লি অভিমুখে যাত্রা করিলেন। দুঃখের বিষয় সিংহাসনলtভ তাহার ভাগ্যে ঘটয়া উঠিল না ; অধিকন্তু পূৰ্ব্ববৰ্ত্তী উজার দ্বিতীয় আলমগীরকে যেরূপ আবদ্ধ করিয়াছিলেন মুজাউদ্দৌলাও সাআলমের সহিত সেইরূপ ব্যবহারই করিতে লাগিলেন। ইতিমধ্যে বঙ্গদেশে পুনৰ্ব্বার সিংহাসন বিক্রয় হইয়া গেল। মীরকাসেম আলিখা পদচ্যুত হইয়া অযোধ্যাপতি সুজাউদ্দৌলার সহিত একত্র হইয়া ইংরাজ দমনে বৃথা প্রয়াস করিলেন। বক্সার ক্ষেত্রে ইংরাজ জয়লাভ করিলেন । বক্সার যুদ্ধের পর বাদসহ ইংরাজের নিকট গৃহণক্র হইতে রক্ষা পাইবার জড় সাহায্য প্রার্থনা করিলেন। ইংরাজ সেনাতি মেজর মনরো এবিষয়ে কলিকাতা কোন্সিলের অনুমতি ন পাইলে কিছুই করিতে পরিবেন না এইরূপ বলিয়া পাঠাইলেন । সম্রাটের ২২শে নভেম্বরের ( ১৭৬৬ ) আবেদনের প্রত্যুত্তরে কলিকাত কোন্সিলের সদস্তগণ ডিসেম্বর মাসে মেজর মনবোকে সন্মতিস্থচক পত্র দিলেন। এই পত্রের মৰ্ম্মামুযায়ী ১৭৬৪ সনের ২৯ ডিসেম্বরে বাদসহ বলবন্ত সিংহের জমিদানী ব্যতীত অযোধ্যার অন্তান্তাংশ সনন্দ দ্বারা ইংরাজকোম্পানীকে প্রধান করিলেন । কিন্তু এ সনদ আবার পরিবর্তন করিতে