পাতা:ভারতী ১৩১৮.djvu/১৯১

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

১৬৮ চলিয়া গেলেন। তিনি চলিয়া গেলে পর, আমার কাকা ও অধ্যাপক পরস্পরের সহিত গরল-পূর্ণ একটা স্মিতহাস্তের বিনিময় করিলেন । এবং ফ্রান্স সম্বন্ধে এমন অবজ্ঞাসূচক ও নিষ্ঠুর কথা বলিতে আরম্ভ করিলেন যে, আমি আর থাকিতে পারিলাম না,—আমি বলিলাম, . অন্ত দেশীয় লোকের সম্বন্ধে, বিশেষত একটা বিজিত দেশের লোক সম্বন্ধে কেন এত • বিদ্বেষ পোষণ করা হয় আমি বুঝিতে পারি না। অধ্যাপক বলিয়া উঠিলেন,– “ই ই, এই উদ্ধত ও নীতিভ্রষ্ট জাতি পরাজিত হইয়াছে, उञ्जष्ठ श्रेरंब्रzक शछदांन ; किख् हेश७ रु८९टे নছে, উহার একেবারে ধ্বংস হইলেই ভাল হয় ।—”খুবংস ! মধ্যাপক মহাশয়, তবে কি আপনার বিশ্বাস, আমাদের জিম্ব মহাপ্রভু এই ইচ্ছার অনুমোদন করেন ?”-“হঁ, নিশ্চয়ই। যে জাতি স্পষ্টই দেখা যাচ্চে অভিশাপগ্ৰস্ত এবং বিশ্বজগতের নিন্দার ভাজন, সে জাতির সম্বন্ধে এই ইচ্ছা ছাড়া আর কি করা যাইতে পারে?” কিন্তু আমি খুব তেজের সহিত, উত্তর করিলাম,--“কিন্তু, যদি এই ফরাসী छांङि ७ङझे थांज्ञां* झहेग्न शिम्रां८छ् ¢य छेशाँग्न ধ্বংস হওয়াই উচিত, তবে আমরা উহাদের डाब निक कब्रि 'cरून, डेशरमब अइ भा? করি কেন, এবং নানা বিষয়ে উহাদের অনুকরণ করি কেন ? অামাদের মধ্যে বাহার সুশিক্ষিত ও সন্ধান্ত তাহারা উহাদের রীতিনীতি, উহাদের রুচি, উহাদের ধাH, উহাদের কেত অবলম্বন করে কেন ?“”-जानाब কাক, আমার কথা শেষ না হইতেই, বলিয়। উঠিলেন—“তোর এই সৰ “কেন র কোন माप्न-cमांक cनहै। ७थन छूहे प्र, चांछ ऊांब्रडौ । জ্যৈষ্ঠ, ১৩১৮ রাত্রে একটা দেওয়ালী উৎসব করতে হবে, লুইলার সঙ্গে একত্রে তারই আয়োজন করগে।” দুই ঘণ্টা পরে, কপ্তেন বৈঠকখানা-ঘরে প্রবেশ করিলেন, এবং সেই ঘরের মধ্য দিয়া, যখন তিনি রাস্তার দিকের দরজার নিকট আসিতেছিলেন, আমি তখন জানলার বাহিরে রঙ্গিন লণ্ঠন সাজাইবার উদ্যোগ করিতেছিলাম। বৈঠকখানা-ঘরের অগ্নিরক্ষণীর নিকটে আসিয়া তিনি একটু থামিলেন, এবং আমি কি করিতেছি দেখিতে লাগিলেন । তাছার মুখ অত্যন্ত অন্ধকার হইয়া উঠিল ; তাছার পর, একটি কথা না কহিয়া, দরজার অভিমুখে চলিলেন। তাহার মনে কি হইতেছিল, আমি বেশ অনুমান করিতে পারিলাম ; আমি লজ্জিত হইলাম, শুধু লজ্জিত না, তাছার বিষঃভাব দেখিয়া ব্যথিতও হইলাম । অামার হাতে বে লণ্ঠনটি ছিল তাহ মাটির উপর রাখিয়, প্তাহার দিকে অগ্রসর হইলাম। আমি তাহাকে বলিলাম,—“কাপ্তেন-মহাশয়, আমি আপনার নিকট অঙ্গীকার করিতেছি, আজ রাত্রে আপনার কাম্রাঙ্গ জাল্লায় আমি কোন লণ্ঠন বুলাইব না।” একটু গদগদম্বরে তিনি উত্তর করিলেন, “আপনার অভ্যন্ত দয়া, হৃদয়ের অস্তুস্তল হতে আপনাকে আমি ধন্যবাদ দিতেছি।” এই বলিয়া তিনি গৃহ হইতে নিৰ্গুণন্ত হইলেন। মামার কাক, একজন রোগীকে.দেখিতে গিয়াছিলেন ; লেথান হইতে ৬টার সময় ফিঙ্কিয়া আসিলেন ;/এৰং দীপাবলীর কিরূপ শোভ इहेब्रांप्ए, ੇ जछ वास्नीब्र क्लोब्रिकिग्ने