পাতা:ভারতী ১৩১৮.djvu/২০০

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

৩৫৭ বর্ষ, স্থিতীয় সংখ্যা ।

হাংমির কথা মনে পড়লে আমার ও ঘুম পায় ন—আজ আর ঘুম আসবে न ! प्राइभिङ्ग भन्न उनप्र, झुनि ?’ e

"শুনব ।” সেই নিস্তব্ধ রাত্রে মুনিবিড় অন্ধকারে কফিরি বালক তাছার জীবনের বিচিত্র কাহিনী বলিতে আরম্ভ করিল—উৎসাহে তাহার চোখ হইতে যেন একটা আননের . দাপ্তি ঠিকরিয়া পড়িতেছিল। শ্রোতার প্রাণও আগ্রহে পূর্ণ হইয়াছিল ! বালকের নাম মা । বিখ্যাত ধেtঙ্কা রাক মাজু গেজোর সে একমাত্র পুত্ৰ ! রাক-মার্ক্স-গেঞ্জোর বীরত্বের কথায় চতুর্দিক পরিপূর্ণ। স্ববৃহৎ অসংখ্য কামান, অগণ্য বীরসেন্ত, তীর-ধনুকাধি নানাবিধ মন্ত্র-শস্ত্র,সুশিক্ষিত রণহস্তী,বাস্থ্যকর,পুরোহিত, নওঁকী, দুই শত স্ত্রী-রাক-মাছর বিপুল ঐশ্বর্যের চূড়ান্ত পরিচায়ক । উচ্চ প্রাসাদ– শাণিত বর্ষায় মুরক্ষিত, বিচিত্র শঙ্খরত্নে খচিত, অসংখ্য নরকপালে সজ্জিত। এই গ্রাসাঁদে', মাহর জন্ম হয়—সুৰ্য্যের কিরণে তখন চারিধরে ঝলমল করিতেছিল—প্রাসাদ-চুড়ায় পতাকাশ্রেণী অধীর পবনে মৃদুমন্দ দুলিত্তেছিল। শৈশবেই মাছুর মা তাহাকে ছাড়িয়া গেল পিলী কারিক ছোট মাতুকে বুকের মধ্যে তুণিয়া লইল ! মাকু ধেন মাকে আবার ফিরিয়া পাইল। কারিকার হৃদয়ে যেমন স্নেহ, বাহুতে তেমনই শক্তি ! হস্ত-পদে ওবলকীর মালা আঁটিয়া মুক্তকেশী কারিকা মস্তকে ইরিণের খবরচিত মুকুট লগাই যখন রণক্ষেত্রে নামিত, তখন বলবান শক্রয় হৃদয়েও • ক্রাসের চয়ন-মাতৃঋণ । እዋ¶ সঞ্চার হইত। সেই কারিকার আদরে লালিত মাছ যখন একটু বড় হইল, তখন তাহার বিদ্যা-শিক্ষার ব্যবস্থাও প্রয়োজন . হইয়া পড়িল । দেশে সে সুবিধা নাই— কাজেই বিদেশে আসিতে হইল। দেশে সে কি মুখেই দিন কাটিত । বনে কারিকার সহিত মাদু শিকারে বাহির হইত – সে কি নিবিড় জঙ্গল—গাছের পাতায়” কোথাও ফাক নাই,কোথাও স্থৰ্য্যকিরণ প্রবেশ করে ন!—উপরে আগাগোড়া কে যেন পত্র রচিত সুবিস্তৃত চাদেtয়া খাটাইয়। রাখিয়াছে-- কথা কহিলে প্রতিধ্বনি গম্ভীর স্বরে রণিত হইয়া উঠে। ফলফুলেরও অন্ত নাই—বৰ্ণ-গন্ধের কি বিচিত্র লীলা ! কোথাও পায়ের কাছ দিয়া নিরীহ সাপ সরিয়া যাইতেছে, কখনও কাহাকে আঘাত করে না ! পাখীর দল নানাছন্দে গান গাহিতেছে, বানরগুলা এগাছ-ওগাছ লাফাইয়া বেড়াইতেছে, ফুলগাছের ধারে ভ্রমরের দল ঘুরিয়া ফিরিতেছে, কোথাও বা স্থদীর্ঘ পুষ্করিণী-আকাশের এতটুকু ছায় তাহার বক্ষে প্রতিফলিত হয় না, যেন বনদেবীর সুবৃহৎ দপণের মত পড়িয়া রহিয়াছে,— ঘন সবুজ রঙের একটা প্রকাও কাচখণ্ড ।” "জ্যাক বলিল, “বtঃ, বেশ ত!" "স্থ্য, সুন্দর ” 尊 তারপর মাছ শৈশবের কথা বলিতে লাগিল—অতিরঞ্জনের ফলে কাহিনীটি পরীর দেশের কাহিনীর মতই সুন্দর হইয়া উঠিয়াছিলাম-গল্প বন্ধিতে বলিতে মঞ্জি অতীতের দিনগুলি এক নূতন চক্ষে দেখিতেছিল-মতলী কাচের মধ্য দিয়া দেখিলে বাহিরটা যেমন বিচিত্রবর্ণে রঞ্জিত বলিয়া মনে