পাতা:ভারতী ১৩১৮.djvu/৫৪৯

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

é४२ এ পথে আর জনমানৰ দৃষ্ট হয় না । মন্দির পরিত্যাগ কালে প্রাচীরগাত্রস্থ চিত্রাবলীর প্রতি আমাদের দৃষ্টি আকৃষ্ট হইল। দেখিলাম এক স্থানে দুইটি ইষ্টক এক সঙ্গে গ্রথিত রহিয়াছে। একখানি ইষ্টকের উপরিস্থ খোদিত মূৰ্ত্তি দেখিয়া আমরা বিস্মিত হইলাম । বহু দিন পূৰ্ব্বে ঐযুক্ত যদুনাথ ভট্টাচাৰ্য মহাশয় প্রণীত সীতারামে পড়িয়াছিলাম “দশভূজার মম্বিরে এক প্রাচীরে শিবিকার মধ্যে সীতারামের একটা মূৰ্ত্তি অঙ্কিত আছে । ফোটোগ্রাফার অভাবে মে মূৰ্ত্তি এবার উঠাইতে পারিলাম না। সেই মূৰ্ত্তি ও নিশানাথ *ांकूरबन्न थाizन छानिब्राझि cष गौडा?ांभ অসিতবর্ণ, বৃহৎ মস্তক, বৃহৎ চক্ষু, মধ্যম আকার বলিষ্ঠপুরুষ ছিলেন।” ভারতী। بالان لاوة tfة আবহমান কাল হইতে প্রচলিত প্রবাদও এই যে, দশভূজা মন্দিরের ঐ মূৰ্ত্তি সীতারামেরই । আমরাও দেখিলাম সিংহাসনোপরি বৃহৎ মস্তকবিশিষ্ট, মধ্যমাকার, বলিষ্ঠদেহ এক পুরুষমূর্তি,—হাতিয়ারধারী সৈন্তগণ তাহাকে কুণিশ করিতেছে। দেখিয়াই বুঝিতে পারিলাম যে এমূৰ্ত্তি সেই মহাপুরুষেরই। তখন হৃদয় আনন্দে পরিপূর্ণ হইয়া উঠিল, সকল কষ্ট, সকল পরিশ্রম, সকলব্যয় সার্থক জ্ঞান করিলাম । পাঠক উক্ত দুই খানি ইষ্টকের চিত্রই ভারতীতে সন্নিবিষ্ট দেখিতেছেন। শ্রযোগীন্দ্রনাথ সমাদার, বি, এ, হাজারিবাগ।

  • mono

জাপানের ধৰ্ম্ম । ধৰ্ম্ম জাতীয় জীবনের ভিত্তি। জাপানীরা জড়বিজ্ঞানের আরাধনায় আজকাল মন প্রাণ ঢালিয়া দিলেও উহাদের জাতীয় শক্তিত্ব মুলে ধৰ্ম্ম । উহাদের ধৰ্ম্মস্বত্র প্রাচীনকাল হইতেই পূৰ্ব্বপুরুষদের আত্মা, প্রকৃতিদেবী এবং স্বদেশের পূজা করিতে শিক্ষা দিয়া আসিতেছে । শিন্তোধৰ্ম্ম বলে পুৰ্ব্বপুরুষদের আজু জাপানের পবিত্ৰক্ষেত্রে বিচরণ করিয়া তাহাজের সস্তানসন্ততির ক্রিয়াকলাপ পৰ্য্যcचिह१ द्विंश्छंछ्न। ऊँtश्iब्रl cभि८ङ८छ्न, তাহাদের সন্তানগণ পবিত্র জাপানভূমি নিষ্কলঙ্ক রাখিতে সমর্থ হইতেছে কি না। uहें क्षविदां८णब्र भङ्गशृहे छां★tनौब्रl यांशं८ड তাছাদের বাসভূমি পরপদদলিত না হই। নিৰ্ম্মল নিষ্কলঙ্ক রহিয়া যায় তৎপ্রতি প্রধান লক্ষ্য রাখিয়া থাকে । এই ধৰ্ম্মবিশ্বাসেই উহাদের স্বদেশপ্রেম আচল অটল রহিয়াছে। এবং এই বিশ্বাসের জন্তই উহার যে কোন মুহূর্তে স্বদেশের জগু আত্মোৎসর্গ করিতে প্রস্তুত । শিস্তুেtধৰ্ম্মের পর কনফিউশিয়াজের ধৰ্ম্ম উহাদের ভিতর নৈতিকবল আনয়ন করে। ইং চীনের, ৰিখাত দার্শনিক কনফিউশিয়াজ ( se৯–৪৭১ খৃঃ পূঃ) কর্তৃক প্রবর্তিত ধৰ্ম্ম । ক্রমে চীনদেশীয় প্রচারকগণ कर्दुरू फेश छांनाट्न यल्लांब्रिॐ श्छ । देश* পর ভারতের বৌদ্ধধৰ্ম্মই জাপানে সভ্যতা