পাতা:ভারতী ১৩১৮.djvu/৫৫

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

{ ভারতী । “কি বলছিল, প্রিয় ?” “কি বলছি ? এই মোহিনী—এ কি ছিল--কিন্তু আজ-! অথচ এ সব মুমিয়েই প্রাপ্য ! জমিদার হরফান্ত আমাকে পোষ্যপুত্র নিতে চেয়েছিল—মোহিনীকে নয়! কিন্তু আমাকে ছেড়ে দাওনি তুমি! চিরকাল.এই দুঃখের মধ্যে, দারিদ্র্যের মধ্যে আমার দিন কেটে গেল ! নিজের স্বার্থের জন্ত ছেলের ভাল হতে দাওনি—এই কাঙ্গাল মোহিনী আমার ধনে ধনী হয়ে, আজ রাজপুত্রের মত চলেছে, আর আমি—” , প্রিয়শঙ্করের চোখ দুইটা যেন জলিতেছিল! মা বলিলেন, “ও কি. বলছিস বাবা,— পয়স নিয়ে ছেলে বিক্ৰী করব, এমন ম', আমি তোর ?’ মার চোখে জল আসিল । কহিল, “থাম, আর আদর 'দেখাতে হবে না ! অমন কল্লি আমি টের দেখেছি। আমার জীবনটাকে তুমি একেবাবে ভেঙ্গে চুরে দেছ—মনে করোনা ভগৱান

(# অতীব তুচ্ছ হই আমি যদি : হে জননি, তাহে নাহি কোন ক্ষতি!— তুমি,যদি শুধু মোরে লহ তুলি” পদ মুল হতে ; কখনো বা ভূলি’, বারেকের তরে মম শিরোপরে রাখিয়া তোমার কল্যাণ-করে, স্নেহ-সকরুণ রাজীব নয়ন মেলি মোর পীনে, অভয় বচন বৈশাখ, ১৩১৮ কথনও এ অপরাধ ক্ষমা করবেন-আমি চললাম—তোমার সংসার নিয়ে তুমি থাকো— আমি একবার জগতে ভাগ্য পরীক্ষা করে দেখতে চাই—” & মা কথাটা ভাগ বুঝিলেন না, চোখের জল মুছিয়া কহিলেন, “কোথায় যাচ্ছিস্ ?— থিয়েটারে ?” "চুলোয়”,—বলিয়া গেল ! মাভাব হৃদয়ে ব্যথাটা শেলের মত বিধিল হা রে অকৃতজ্ঞ পুল, মাতার দুঃখ তুই কি বুঝিবি ! স্বার্থের জন্ত তোর ভাল হইতে দিলাম না! বেশ, তাই যদি বুঝিয়া থাকিস্—ত বলিবার কিছু নাই, আর - শুধু ভগবান তোকে ক্ষমা করুন ! প্রিয়শঙ্কর যখন গলি পীর হৃষ্টয়া পথে পড়িল, তখন সদৰ্পে ধূলি উড়াইয়া মোড় বঁকিয়া মোহিনীর জুড়ি দৃষ্টির অন্তরালে মিলাইয়া গো ! ' ঐসৌরীন্দ্রমোহন মুখোপাধ্যায়। প্রিয়শঙ্কব চলিয়া

  • g মাঙ্গলিক ।

কষ্ট দয়াময়ি ;–তখনি পুলক জাগিবে জীবনে ; ভুলি দুঃখ শোক তথলি ব্যর্থ জীবনে আমার, ক্ষীণ হৃদি-তায়ে শত ঝঙ্কার উঠিবে। t ভারতি, সে শুভ লগনে হ’ব ত্রিতন্ত্রী তোমারি চরণে! শ্ৰীদেবকুমার রায়চৌধুরী।