পাতা:ভারতী ১৩১৮.djvu/৫৯

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

88 ভারতী । বৈশাখ ১৩১৮ নানারূপ লতা-পাত, ফুল পাখী ইত্যাদি জাপানী মেয়েদের, চুল বিশেষ উল্লেখযোগ্য। দেখিতে পাওয়া যায়, উছার নাম ওবি। উহা উহারা চুলের বিশেষ যত্ন লইয়া থাকে । , অনেকেরই হাটু পর্যন্ত চুল। এক পরিবারের মেয়েদের চুল মাটা স্পর্শ করিতে দেখিয়াছি। অনেক সংবাদ পত্রের লোক র্তাহাদেৱ চুলের • ফোটো লইতে যায়। জাপানী মেয়েদের ভিতর দুই প্রকার কেশ বিদ্যাস দেখিতে পাওয়া যায়। প্রাচীন ফ্যাশান বৈদেশিকদের নিকট কৌতুহলোদ্দীপক । আর আধুনিক মেয়ের কয়েক বৎসর যাবৎ নব্য ফ্যাশানের নুতন ফ্যাশানের চুল বাধ৷ 贛* দীৰ্ঘে সাধারণতঃ ১১,১২ ফুট, পাশে এক হইতে দেড় ফুট । কোমর বন্ধের পশ্চাতে ইহার একটা ভুলভরা গদি পরে। পুরুষগণ । ইউরোপীয়ানদের স্তায় টুপী পরিয়া থাকে এবং কচিৎ ই একজন মেয়েকেও মেমদের পোষাকে ভূষিত দেখিতে পাওয়া ধায়। জাপাণে রাস্তাঘাটে মাঠে, ভদ্র মুটে মজুর স্ত্রীগুরুত্ব সকলেই কোন না কোন রকম খড়ম, কিম্বা খড় ও কাপড় নিৰ্ম্মিত জুতা পরিয়া থাকে। " পুরাতন ফ্যাশানে চুল ধাধা। অধিকাংশ মেয়েরাই চুলের উপর রেশমী রিবম, কৃত্রিম ফুল, চিরুণী, এবং বুদ্ধার প্রায়ই ৰড় বড় দুই একটা পুতি ব্যবহার করে। প্রবর্তন করিয়াছে। মেয়ের গৃহকার্য্যের সময় চুলে ময়লা লাগিবীর ভয়ে মাথায় একখান রুমাল ছড়াইয়া লয় এবং একগাছ ফিতের