পাতা:ভারতী ১৩১৮.djvu/৬০১

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

tట్రళీ মেলিয়া আত্মচেষ্টার উঠিবে। তখন ও তোমার আগেই স্বাধীনতার রাজ্যে পৌছিবে । স্বাধীনতার রাজ্যে তোমাদের ভাবনা নাই, সেখানে প্রেম হস্ত প্রসারিত করিয়াই আছে । উহাকে অসহায় শিশু স্তন্যপায়ী করিয়া রাখিও না, নামও উহাকে, উহাকে বাড়িয়া উঠিতে দাও, মানুষ হইতে দাও । নারী শিশুর মুখ হইতে স্তন খুলিয়া লইতে গেল। তখন সে এমন জোরে দংশন করিল যে,দ্বগুধারার সহিত শোণিতধারা মিশ্রিত হইল । নারী তাহাকে মাটিতে শয়ন করাইয়া আপনার আছত স্থান আবৃত করিল এবং নত হইয় তাহার সর্বাঙ্গে কল্যাণহস্ত বুলাইয়া দিতে লাগিল। দেখিতে দেখিতে শিশুর কেশ কলাপ শুভ্ৰ হইয়া উঠিল, সে শৈশব হইতে একেবারে ৰাদ্ধক্যে উপনীত । নারী তখন নদীর পাড়ে গিয়া দাড়াইল । সে বলিল—হায়রে হায় ! আমি কেন কোথায় ধাইতেছি ! এ নিরুদেশ যাত্রা আমার কেন ! হার হার আমি এক ! আমি একাকিনী । এই আক্ষেপ শুনিয়া সেই বুড়া যুক্তি বলিল,—চুপ ! শুনতেছ কিছু ? নারী মন দিয়া কান পাতিয়; থাকিয় থাকিয়া বলিল—হঁ। ই গুলিতেছি, যেন দূরে অন্তিদূরে পদধ্বনি, হাজার লক্ষ, লক্ষ কোটি পদধ্বনি, যেন এই দিকেই অগ্রসর হইয়। আসিতেছে । বৃদ্ধ বলিল-—উহা তfহাদেরই পদধ্বনি যাহার তোমার পদাঙ্ক অনুসরণ করিয়া চলিবে। অগ্রসর হও! ওগো নুতন পথের প্রথম. পথিক ! পথ করিয়া দাও!...... তুমি কি দেখিয়াছ পঙ্গপালের নদী পার হওয়া ? छांग्नडी । अंiचिंन, $ ७s४ প্রথমে একটা জলে পড়ে, স্রোতে সে ভাদিম যায় ; তাছার পশ্চাতে আর একট, তাইtৱ পশ্চাতে আর একটা ; এমনি করিয়া তাহাদের মৃতদেহের শৃঙ্খল এপাখ ওপার জুড়িয়া যখন দেয়, তপন অবশিষ্ট সকলে সহজে नौ छेखेौर्भ श्झेग्न! शाग्न । নারী বলিল---যাহারা প্রথমে আসে उfशब्र! भfब्रब्र शाघ्र ? उiगिब्रl यां★ ? ¢रु६ তাছাদের মনে করে না ? আহ করে না ? বুদ্ধ বলিল—নাইবা করিল তাহাতে कि ! নারী আশ্চৰ্য্য কী ? বুদ্ধ। তাহার পথ ত করিয়া যায় ! নারী। আমাদের দেহপাতে যে পথের স্বত্রপাত সে পথে চলিবে কে ? বুদ্ধ । সমগ্র মানবসমাজ । নারী তখন নিজের বক্রদণ্ড জোর করিয়৷ চাপিম ধরিল । আমি দেখিলাম সে সেই কালে নদীর জটিল পথে নামিয়া গেল । ( 9 ) আমার ঘুম ভাঙিয়া গেল । চারিদিকে অপরাহ্নের পীতাভ আলোক সোনায়-বোন চাদরের মতো ছড়াইয়া পড়িয়াছিল। অস্তগামী স্বৰ্য্য কৃষ্ণচুড়ার ডগায় ডগায় সোনার আলতা পরাইয়া দিতেছিল। আমার ঘোড়া আমার পাশে নিঃশব্দে আহারে ব্যাপৃত। আমি পাশ ফুিরিয়া শুইলাম। লগি বালির মধ্যে হাজার হাজার লাল পিপীলিকা সারি। আমি যাত্র মুরু করিব মনে করিলাম, *"atfrn EETHORTه اgي fss stata আবার স্বপ্ন দেখিলাম । হইয়া বলিল—তাছাত্তে আমাধ