পাতা:ভারতী ১৩১৮.djvu/৭০

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

৩৫শ বর্ষ, প্রথম সংখ্য । fฐสฯ ? ভূমির প্রকৃতি কিরূপ,-ইত্যাদি, নানা কথা । . আমার বিশ্বাস ছিল, পিতা আম্নেবিকার কথাটাই আগে পাড়িবেন । কিন্তু তিনি ত সে দিক দিয়াই গেলেন না । তারপর যে জাহাজে আমাদের ডাক ' আইসে সেক্ট জাহাজের কথা গাড়িলেন ; তালপর জাঙ্কাজের সরঞ্জামের কথা । অবশেষে আমার পিতা কম্পিতস্বরে জিজ্ঞাসা কবিলেন : - ve o —আপনার ঔ বুদ্ধ থালাসিটি বেশ ত— গুগলীর খোলা-ভাঙ্গ যার কাজ । ঐ লোকটার বিবরণ আপনি কি কিছু জানেন ? কাপ্তেন একটু চটিয়া রুক্ষ্মভাবে উত্তর করিলেন ;—- & - -ও একটা বুড়ে ফরাসী , ভিক্ষুক, গন্ত বৎসর ওকে আমেরিকায় দেখেছিলুম, শুকে আলার ফিরিয়ে . এনেছি । বোধ হয়, হাবীর নগরে ওর আত্মীয়স্বজন আছে, কিন্তু , ও তাদের কাছে, ফিরে শেতে যায় না-কেন না, তাদের কিছু টাকা ধারে । ওর নাম—জুল... কি দাৰ্চাস-ঐ রকম একটা কিছু ; লোকট। এক সময়ে ধনী ছিল—কিন্তু দেথ না এখন ওর কিরূপ দুর্দশ । . আমার “পিতার মুখ নীল হইয়া গেল, কণ্ঠ রুদ্ধ হইয়া, মাসিল। চক্ষু বিক্ষরিত ठूद्देल । অt ! বেশ–ভাল...খুব ভাল হবারই কথা-আমি এতে একটুও আশ্চৰ্য্য হইনি... ধন্যবাদ কাপ্তেন। এই বলিয়া তিনি চলিয়া গেলেন। কাপ্তেন ፴ርማ চয়ন—আমার জুল-কাকা । @@ হতবুদ্ধি হইয়া তাছাকে নিরীক্ষণ করিতে লাগিল । পিতা, আমার মা-র কাছে আবার ফিরিয়া আসিলেন, তাহার বিকৃত মুখশ্ৰী দেখিয় মা বলিলেন – —বোসে বোসে,—তোমার কি একটা হয়েছে, দেখতে পাচ্চি। তিনি বেঞ্চের উপর বসিয়া পড়িলেন ও গদগদ স্বরে এষ্ট কথা বলিলেন :– —সে-ই বটে, সেই বটে ! তার পর, তিনি মাকে জিজ্ঞাসা করিলেন -এখন কি করা যায় ? মা বলিলেন -মেয়েদের একটু দুয়ে সরিয়ে দিতে হবে। জোসেফ যখন সব কথষ্ট জানে—ওই গিয়ে মেয়েদের খুঁজে নিয়ে আম্বক। আর, বিশেষ সাবান হতে হবে, ' যাতে জামাইয়ের মনে, কিছুমাত্র সন্দেহ না হয়। আমার পিতা ত মাথায় হাত দিয়া বসিয়া পড়িলেন। এবং অ-ফুট স্বরে বলিলেন :– —কি ভয়ানক বিপদ । মা সহসা ক্রোধান্ধ ইষ্টয়া বলিয়া উঠিলেন :– - —আমার বরাবরই সন্দেহ ছিল – ও জুয়াচোরটা কিছুই করবে না—আবার এ আমাদের ঘাড়ে চাপবে! দাত্র শবংশের লোকের কাছ থেকে আর কি প্রত্যাশ৷ করা যায় !... * আর আমার পিতা,—স্ত্রী ভৎসনা করিলে বরাবর যাহা করিয় থাকেন—কপালে একবাব হাতটা বুলাইলেন । মা আরও বলিলেন : —জোসেফকে কিছু পয়সা দেও, আপা- .