পাতা:ভূগোল সার.djvu/১৪

উইকিসংকলন থেকে
এই পাতাটিকে বৈধকরণ করা হয়েছে। পাতাটিতে কোনো প্রকার ভুল পেলে তা ঠিক করুন বা জানান।
ভূগোল।

বলা যায়। এবং আমেরিকা স্বতন্ত্র এক মহাদ্বীপ, তাহা নূতন প্রকাশ হইয়াছে।

 এই চারি খণ্ড সমান স্থানাবৃত নহে, পরস্পরের ন্যূনাধিক্য প্রযুক্ত পরিসরের ইতর বিশেষ আছে অর্থাৎ ইউরোপ নামক ভাগ ষোল অংশের দুই অংশ, আসিয়া পাঁচ আনা, আফ্রিকা সাড়ে তিন আনা। আমেরিকা সাড়ে পাঁচ আনা, কিন্তু ইউরোপ ও আসিয়াতে, আফ্রিকা ও আমেরিকা অপেক্ষা তেরো গুণ লোক অধিক।

 পণ্ডিতেরা অনুমান করেন পৃথিবীতে সমুদায়ে প্রায় সাত অর্ব্বুদ অর্থাৎ ৭০ কোটি মনুষ্য আছেন তাহার বিশেষ আসিয়াতে পঞ্চাশ কোটি, আফ্রিকায় তিন কোটি, আমেরিকায় দুই কোটি, ইউরোপে পোনেরো কোটি, এই সংখ্যানুসারে সমুদায়ে সাত অর্ব্বুদ লোক বলা যায়।