পাতা:ভূগোল সার.djvu/১৬

উইকিসংকলন থেকে
এই পাতাটিকে বৈধকরণ করা হয়েছে। পাতাটিতে কোনো প্রকার ভুল পেলে তা ঠিক করুন বা জানান।
ভূগোল।
১১

ইয়ালোসাগর, পূর্ব্ব সাগর, ও চীন সাগর, এবং ইয়ানেডর, টনকিন, ও শ্যাম উপসাগর। পশ্চিমে কাস্পিয়ন সাগর ও সিন্ধু উপসাগর, পশ্চিম দক্ষিণে আরব সাগর, এবং দক্ষিণে মানার, কাম্বে, ও পারস উপসাগর, এবং বঙ্গদেশের অখাত। এতদ্ব্যতিরিক্ত আসিয়াতে অন্যান্য অনেক ক্ষুদ্র২ অখাত এবং উপসাগরও আছে।

আসিয়ার মোহানা।

 যে মোহানাতে আসিয়াকে আমেরিকা হইতে বিভক্ত করে বেরিং নামক সাহেব প্রথমে তাহা প্রকাশ করিয়াছিলেন এই কারণ “বেরিং মোহনা” তাহার নাম করণ হয়, যে মোহানা মহাদ্বীপ হইতে নভাজিম্ব্লাকে বিভক্ত করে তাহার নাম ওয়ে গট্স। কেরেয়া মোহানা জাপানকে কেরেয় হইতে বিভক্ত করে। ম্যাকেশর মোহানা বোর্নিয়োকে সেলেবেস্ হইতে পৃথক করিয়াছে। সাণ্ডা মোহানা যাবা হইতে, এবং মালাই মোহানা মালাই হইতে সুমাত্রাকে ভিন্ন করে, মানার মোহানা মহাদ্বী হইপতে লঙ্কাকে পৃথক করিয়াছে, বেবল্মেণ্ডেলের মোহানা পারস উপসাগরকে এবং আরম্স মোহানা পারস উপসাগরকে ভারত মহাসাগরে সংযুক্ত করে।

আসিয়াস্থ হ্রদ।

 তাতার দেশে আরাল হ্রদ শিবির দেশে বৈকাল হ্রদ, তুরুষ্ক অর্থাৎ তুরুক দেশে ভান হ্রদ, টিবেট দেশে পালটি,