পাতা:ভূগোল সার.djvu/২১

উইকিসংকলন থেকে
এই পাতাটিকে বৈধকরণ করা হয়েছে। পাতাটিতে কোনো প্রকার ভুল পেলে তা ঠিক করুন বা জানান।
১৬
হিন্দুস্থান।
হিন্দূস্থান।

 পূর্ব্বে হিন্দুবংশীয় ভরত নামক মহারাজ এই দেশে রাজত্ব করিয়াছিলেন এই কারণ রাজ্যাধিকার সময়ে ভরতরাজার এতদ্দেশ ভারতবর্ষ নামে বিখ্যাত হয়। পরে তৈমুরাধিরাজের উত্তরাধিকারিদিগের প্রভুত্ব সময়ে ইউরোপ দেশীয়েরা ইহা কে মোগলরাজ্য কহিতেন। বাস্তবিক দিল্লীস্থ জবন সম্রাট্ দিগের অধিকৃত স্থানকেই হিন্দুস্থান বলেন।

সীমা।

 হিন্দুস্থানের উত্তরসীমা হিমালয়, পূর্ব্বসীমা আরাকান, কচ্ছ, এবং লিণ্ট পর্ব্বত। দক্ষিণপূর্ব্বসীমা বঙ্গদেশীয় অখাত, দক্ষিণ এবং দক্ষিণ পশ্চিমসীমা ভারত মহাসাগর। পশ্চিমসীমা সিন্ধু নদ।

পরিমাণ।

 হিন্দুস্থানের দীর্ঘতা কুমারী অন্তরীপাবধি হিমালয় পর্ব্বত পর্যন্ত ৮২৮ ক্রোশ, ইহার পূর্ব পশ্চিম পরিসর শ্রীহউ এবং কচ্ছ দেশের মধ্যবর্ত্তি পর্ব্বতাবধি সিন্ধু নদের মুখ পর্যন্ত ৭১৩ ক্রোশ। উক্ত সীমাবচ্ছিন্ন প্রদেশ চতুরস্র ৫৬৩২০০ ক্রোশ ভূমি হইবেক, এবং তথায় প্রায় ১৩৪০০০০০০ মনুষ্য বাস করে।

ভূগোলীয় বিভাগ।

 হিন্দুস্থান চারি অংশে বিভক্ত, উত্তর হিন্দুস্থান, প্রকৃত হিন্দুস্থান, দাক্ষিণাত্য হিন্দুস্থান, এবং কৃষ্ণানদীর দক্ষিণপার্শ্বে দক্ষিণ দাক্ষিণাত্য হিন্দুস্থান।