পাতা:ভূগোল সার.djvu/২৩

উইকিসংকলন থেকে
এই পাতাটিকে বৈধকরণ করা হয়েছে। পাতাটিতে কোনো প্রকার ভুল পেলে তা ঠিক করুন বা জানান।
১৮
হিন্দুস্থান।

বিদর, খানদেশ, হায়দরাবাদ, নন্দীর, সরকার উত্তরাখণ্ড, বীরার,গণ্ডওয়ানা, উড়িষ্যা,বিজয়পুর।

দক্ষিণ দাক্ষিণাত্য হিন্দুস্থান।

 অপর দক্ষিণ দাক্ষিণাত্য হিন্দুস্থান নয় প্রদেশে বিভক্ত, যথা, কর্ণাট, মাইসোর অর্থাৎ মহিষাসুর, ক্যানেরা অর্থাৎ কিন্নর, মালাবার অর্থাৎ কিরাল, বীরমহল, কায়স্বতরু, ডিণ্ডীগল, কোচিন, ত্রিবঙ্কোর।

ইংলণ্ডাধিকৃত ভারতবর্ষীয় রাজ্য।

  ইংলণ্ডাধিকৃত হিন্দুস্থানের চতুরস্র পরিমাণ ২২৫৬৬৫ ক্রোশ, ইহাতে প্রায় দশকোটি মনুষ্য বাস করে, এই রাজ্য ইংলণ্ডীয় রাজ্য হইতে পরিমাণে দশগুণ অধিক।

ইংলণ্ডাধিকৃত হিন্দুস্থানের বিভাগ।

 ইংলণ্ডাধিকৃত হিন্দুস্থান চারি প্রদেশে বিভক্ত হইয়াছে, যথা,বঙ্গ, আগরা কিম্বা আলাহাবাদ, মাদ্রাজ, বোম্বে।

  এতদ্ভিন্ন পীনাঙ্গ, শিঙ্গাপুর প্রভৃতি কয়েক রাজ্য ও ইংরাজের অধিকৃত। -

হিন্দুস্থানের বাণিজ্য দ্রব্য।

  হিন্দুস্থানের বৃক্ষের মধ্যে শেগুনকাষ্ঠ দুর্ম্মূল্য, দক্ষিণ হিন্দুস্থানে শাল শিশু এবং টুন কাষ্ঠ বিস্তর জন্মে।