পাতা:ভূগোল সার.djvu/২৫

উইকিসংকলন থেকে
এই পাতাটিকে বৈধকরণ করা হয়েছে। পাতাটিতে কোনো প্রকার ভুল পেলে তা ঠিক করুন বা জানান।
২০
আসিয়া।


হিন্দুস্থান •• •• দিল্লী, কলিকাতা, আলাহাবাদ
ব্রহ্মদেশ •• •• •• আবা, অমরাপুর
শ্যাম •• ••  বাঙ্কোক
যাপান •• ••  জেডো


ইউরোপ দেশের সীমা, এবং খণ্ড সকলের বিবরণ।

 আসিয়ার উত্তর পশ্চিমদিগে ইউরোপ, এবং আসিয়ার পশ্চিম সীমাও ইউরোপের পূর্ব্ব সীমা সংযুক্ত আছে।

 ইউরোপের উত্তরসীমা আর্কটিক মহাসাগর, দক্ষিণসীমা মেডিটরেনিয়ান, পশ্চিম সীমা আটলাণ্টিক মহাসাগর, এবং পূর্ব্বসীমা ইউরেলিয়ান পর্ব্বত শ্রেণী, বল্গা এবং ডান নদী, ও আজফ ও ব্ল্যাক্ সাগর।

 উনবিংশতি প্রধান রাজ্যে ইউরোপ বিভক্ত, যথা, উত্তরে রুসিয়া, সোএডম এবং নরওএ এবং দেন্মার্ক।

 মধ্যস্থলে জর্ম্মাণ, অস্ত্রিয়া, প্রুসিয়া স্বাধীন সুইজ্জরলণ্ড, এবং হলণ্ড ও বেল্জিয়ম।

 দক্ষিণে, ফ্রান্স, স্পেইন, পোর্ত্তুগাল, নেপল্স, এবং সার্ডিনিয়া এবং টস্কানি দেশে ড্যুর্ক উপাধি বিশিষ্ট দিগের রাজ্য,পোপের অধিকার, তুরস্ক, এবং ইটালী দেশীয় প্রধানাধিপতি দিগের দেশ এবং নূতন গ্রীশ রাজ্য।