পাতা:ভূগোল সার.djvu/২৯

উইকিসংকলন থেকে
এই পাতাটিকে বৈধকরণ করা হয়েছে। পাতাটিতে কোনো প্রকার ভুল পেলে তা ঠিক করুন বা জানান।
२8
ইউরোপ।

নগরের রাজ বাটীর প্রাঙ্গণ হইয়। পূর্ব্বমুখে বেবেরিয়া এবং অস্ত্রিয়া দেশের মধ্য দিয়া দক্ষিণ মুখে হঙ্গেরি দেশের মধ্যস্থলে যাইয়া পুনর্ব্বার পূর্বমুখী হয় পরে তথা হইতে তুরস্ক দেশের মধ্য দিয়া পঞ্চশাখা হইয়া ব্ল্যাক সাগরে প্রবেশ করিয়াছে, এই প্রধানানদী তীরে অনেক নগর আছে, যথা বেবেরিয়াদেশের রেটিশবন্ নগর, বাএনা নগর, হঙ্গেরি দেশের প্রধান নগর প্রেসবগ,বুড়া এবং তদ্দেশস্থ বেল্গ্রেড় নগর। বিশ্চুলানদী ক্রপক পর্ব্বত হইতে নিৰ্গমন পূর্ব্বক উত্তর বাহিনী হইয়া ডাণ্টজীগ উপসাগরে গিয়াছে, এই নদী তীরে ওয়াশা,খরণ এবং ডাণ্টজীগ এই সকল প্রধান২ নগর আছে। এল্‌বনদী বহিমিয়ার পর্ব্বত হইতে জর্ম্মণি দেশ দিয়া জর্ম্মাণ সমুদ্রে প্রবিষ্ট হইয়াছে এই নদী তীরে ড্রেসডেন এবং হেম্বর্গ এই দুই প্রধান নগর আছে। স্কেল্ডনদী ফ্রান্স দেশের ডোএ নামক পর্ব্বত হইতে উৎপন্না হইয়। এণ্টোএর্পদেশের নিকট দিয়া জর্ম্মাণ সাগরে প্রবিষ্টা হইয়াছে। মেশীনদী ফ্রান্স দেশের স্যাম্পেইন নামক জিলার নিকটস্থ পর্ব্বত হইতে বেল্জিয়ম দেশে গিয়াছে, তৎপরে পশ্চিম বাহিনী হইয়া জর্ম্মাণ সাগরে মিলিয়াছে, উক্ত নদীতীরে ব্রুসেলস এবং রটর্ড্যাম নামক দুই প্রধান নগর আছে। হ্রাইননদী, সুইজ্জরলণ্ড দেশস্থ এল্প পর্ব্বত শ্রেণী হইতে টেমস নদীর মোহানার সম্মুখবর্ত্তি