পাতা:ভূগোল সার.djvu/৩২

উইকিসংকলন থেকে
এই পাতাটিকে বৈধকরণ করা হয়েছে। পাতাটিতে কোনো প্রকার ভুল পেলে তা ঠিক করুন বা জানান।
ভূগোল।
২৭

 স্যানন্ নদী,আয়র্লণ্ড দেশের উত্তর পশ্চিমস্থ এলেন হ্রদ হইতে নির্গতা হইয়া আর২ বহু হ্রদের মধ্য দিয়া আটলাণ্টিক সাগরে গিয়াছে, এই নদীর তীরে লিমরিক প্রধান নগর।


ইউরোপের পর্ব্বত।

 ইউরোপীয় পর্ব্বত সমূহ মধ্যে বাড়বানল পর্ব্বত সকল এক শৃঙ্গ, অন্যান্য পর্ব্বতের ন্যায় শ্রেণীবদ্ধ নহে।

 এল্প পর্ব্বত শ্রেণী, ইটালী দেশকে ফ্রান্স, সুইজ্জরলণ্ড, এবং জর্ম্মাই দেশ হইতে পৃথক্ করিয়াছে। এপিনাইন পর্ব্বত, ইটালী দেশের উত্তর হইতে দক্ষিণভাগ পর্যন্ত বিস্তৃত হইয়া আছে।

 পিরিনিস পর্ব্বত স্পেইন এবং ফ্রান্স দেশের মধ্যস্থলে থাকিয়া উভয়কে স্বতন্ত্র২ রাখিয়াছে।

 এর্জ্জিবর্গ এবং সুডেটিক পর্ব্বত শ্রেণীতে বহিনিয়াদেশ প্রায় বেষ্টিত হইয়াছে।

কার্পেথিয়ান্ পর্ব্বত শ্রেণী, হঙ্গারি দেশের উত্তর এবং পূর্ব্বভাগ বেষ্টন করিয়াছে।

 ডোফ্রাফীল্ড পর্ব্বত শ্রেণী, নরওএ এবং সোএডন দেশের মধ্যবর্ত্তী।

 ইউরেলিয়ান পর্ব্বত শ্রেণী, ইউরোপের অন্তর্গত রুসিয়া, এবং আসিয়াস্থ রুসিয়ার মধ্যবর্ত্তী।