পাতা:ভূগোল সার.djvu/৪১

উইকিসংকলন থেকে
এই পাতাটিকে বৈধকরণ করা হয়েছে। পাতাটিতে কোনো প্রকার ভুল পেলে তা ঠিক করুন বা জানান।
৩৬
ভূগোল।
আফ্রিকার উপসাগর, এবং অখাত।

 মেডিটরেনিয়ান সাগরে,সাইড্র উপসাগর, এবং আবুকির অখাত, নেলসন সাহেব ঐ স্থানে ফ্রেঞ্চ জাতির জাহাজ সকল কে পরাভব করিয়াছিলেন।

 আটলাণ্টিক মহাসাগরস্থ, গিনী, এবং ঐ উপসাগরের এক অংশ বাইট বা এফ্রা উপসাগর, তাহাতে নাইগর নদী প্রবিষ্টা হইয়াছে। টেবল অখাতের তীরে কেপ টৌন নামক নগর আছে।

 ভারত মহাসাগরস্থ, ডেল অগয়া, এবং সোফালা অখাত, ম্যাডাগাস্কর দেশের পূর্ব্বভাগে ভারত মহাসাগরের যে অংশ, মেডাগাস্কর এবং আফ্রিকা প্রায়দ্বীপের মধ্যবর্ত্তী, তাহাকে মোজাম্বিক মোহানা কহে।

আফ্রিকার হ্রদ।

 লেপুটা পর্ব্বতের পশ্চিমভাগে মারবী নামক বৃহৎ হ্ৰদ।

 নাইগর নদী ডেম্বিয়া, ডেব্বাই, এবং হাস্যা সাগর এই তিন হ্রদে প্রবিষ্টা হইয়াছে।

আফ্রিকার নদী।

 মিসর দেশে নীল নদী অতি প্রধান, পূর্ব্ব দিগস্থ এবিসিনিয়া পর্ব্বতে নীল নদী উৎপন্না হয়, পশ্চিমদিকসম্বন্ধীয় উৎপত্তি স্থান যদ্যপিও প্রকাশ হয় নাই, তথাপি বোধ হয় পশ্চিমে চান্দ পর্ব্বত হইতে উৎপন্না হইয়াছে।