পাতা:ভূগোল সার.djvu/৪২

উইকিসংকলন থেকে
এই পাতাটিকে বৈধকরণ করা হয়েছে। পাতাটিতে কোনো প্রকার ভুল পেলে তা ঠিক করুন বা জানান।
আফ্রিকা।
৩৭

 নীল নদী, উচ্চাটিত থিবিসদেশ, মেস্ফিস দেশের সম্মুখ, আফ্রিকাদেশের প্রসিদ্ধ স্তম্ভের নিকট, এবং আধুনিক প্রধান কেইরো নগর দিয়া মিসর দেশের দক্ষিণ হইতে উত্তর বাহিনী হইয়। দুই প্রধান মোহান দ্বারা মেডিটরেনিয়ান সাগরে গিয়াছে। ঐ দুই মোহানার পূর্ব্বতীরে ডেমিএট্টা এবং পশ্চিম তীরে রোসেট্টা এই দুই দেশ আছে।
 মিসর দেশে বৃষ্টি অধিক হয় না কিন্তু নীল নদী গঙ্গা নদীর ন্যায় প্রতি বৎসর তদ্দেশস্থ ভূমি সকলে জল প্লাবন করে তাহাতে পলীরূপ সার পতনে মিসর দেশকে অতিশয় উর্ব্বরা করিয়া থাকে।
 নাইগর, জোলিবা অথবা কোরানদী, কঙ্গ পর্ব্বত হইতে উৎপন্না হইয়া টম্বক্তু,দেশের কিঞ্চিদ্দূরে উত্তর পূর্ব্বাহিনী রূপে পুনর্ব্বার দক্ষিণ মুখে বহুমুখী হইয়া গিনী উপসাগরে গিয়াছে।
 কোরানদী, ইউরোপ দেশে অতি বিখ্যাতা। অতি সাহসি ভ্রমণকারী পার্ক সাহেব এই নদীর সীমা দর্শনের নিমিত্তে অনেক চেষ্টা করিয়াছিলেন কিন্তু অভীষ্ট সিদ্ধি করণের পূর্ব্বেই তিনি পঞ্চত্ব পান, অল্প দিন হইল উক্ত নদীর সীমা নির্ণয় হইয়াছে।
 জনরব এই যে নাইগর, অতি প্রসিদ্ধ উত্তম স্রোতোবহা নদী, ইহার অনেক দূর পর্য্যন্ত নাবিকেরা গমনাগমন করিতে