পাতা:ভূগোল সার.djvu/৪৩

উইকিসংকলন থেকে
এই পাতাটিকে বৈধকরণ করা হয়েছে। পাতাটিতে কোনো প্রকার ভুল পেলে তা ঠিক করুন বা জানান।
৩৮
ভূগোল।

পারে এবং এই নদী নানা দেশে প্রবিষ্টা হইয়াছে এজন্য বাণিজ্যের পরমোপকারিকা।
 সেনেগাল এবং গেম্বিয়া নদী, কঙ্গ পর্ব্বতের উত্তর পার্শ্ব হইতে নির্গতা হইয়া পশ্চিম মুখে আট্লাণ্টিক মহাসাগরে পড়িয়াছে।

আফ্রিকার পর্ব্বত এবং মরুভূমি।

 আট্লাস্ পর্ব্বত, যাহা হইতে পশ্চিম মহাসাগর আট্লাণ্টিক নামে খ্যাত হইয়াছে, তাহা কতিপয়শ্রেণী সহিত মরক্কো দেশের পূর্ব হইতে মিসর দেশের সীমাপর্য্যন্ত ব্যাপ্ত আছে, একশ্রেণীস্থ যে চান্দ্র এবং কঙ্গ পর্ব্বত, তাহা সাইরালিয়নি হইতে এবিসিনিয়া পর্যন্ত সমুদায় প্রায়দ্বীপে ব্যাপ্ত।
 পূর্ব্বদিগে লেপুটা পর্ব্বত এবং অন্য এক পর্ব্বত শ্রেণী আছে, তাহ। রেড সাগরের পশ্চিম তীর পর্যন্ত ব্যাপ্ত।
 আফ্রিকা প্রায়দ্বীপে বালুকাময় বিস্তর মরুভূমি আছে, জলাভাব প্রযুক্ত তাহাতে শস্যাদি জন্মে না।
 শাহারা নামক বৃহৎ মরুভূমি, বারবরি দেশাবধি সেনেগাল এবং নাইগর নদী পর্যন্ত ব্যাপ্ত হইয়াছে। মিসরদেশের পশ্চিমাংশে শেলিমা, লিবিয়া, এবং বার্কা মরুভূমি।,

আফ্রিকার অন্তরীপ।

 বন্ অথবা বোনা অন্তরীপ, শিশিলি দেশের সীমাবর্ত্তী। ব্ল্যাঙ্কো অন্তরীপ, এই প্রায়দ্বীপের সর্ব্ব পশ্চিম সীমা।