পাতা:ভূগোল সার.djvu/৫৫

উইকিসংকলন থেকে
এই পাতাটিকে বৈধকরণ করা হয়েছে। পাতাটিতে কোনো প্রকার ভুল পেলে তা ঠিক করুন বা জানান।
৫০
আমেরিকা।

ন দেশীয় অপরাধি লোকেরা দেশান্তর গমন দণ্ডপ্রাপ্ত হইয়া বাসারম্ভ করিয়াছে।
 ব্যাস মোহানা, নবহলণ্ড ও ব্যাণ্ডিম্যান্সিল্যাণ্ডের মধ্যবর্ত্তী, কুক্ মোহানা, নব্যজিলণ্ড নামক দ্বীপ দ্বয়ের মধ্যবর্ত্তী।


পালিনেসিয়া রাজ্য,।

 পাসিফিক্ মহাসাগরস্থ যে সকল দ্বীপ ফিলি পাইন এবং অস্ত্রেলিয়া দ্বীপের পূর্বভাগে আছে তাহা পলিনেসিয়া নামে বিখ্যাত।
 উক্ত দ্বীপ সকল ক্ষুদ্র২ প্রযুক্ত একত্র ভাবে দ্বীপ সমূহ নামে খ্যাত হইয়াছে, যথা, আমেরিকা এবং আসিয়া দেশের মধ্য বর্ত্তী পিলুদ্বীপ সমূহ, কেরোলাইন দ্বীপ সমূহ, সাণ্ডউইচ দ্বীপ সমূহ এবং আমেরিকা ও অস্ত্রেলিয়ার মধ্যবর্ত্তী ফ্রেগুলি দ্বীপ সমূহ, নাভিগেটর দ্বীপ সমূহ, সোসাইটি দ্বীপ সমূহ, মাকো এসাস্ দ্বীপ সমূহ।
 উক্ত সাণ্ডউইচ দ্বীপ সমূহের অন্তর্গত ওহিহি নামক বৃহত্তম দ্বীপের লোকেরা অকারণ রাগোন্মত্ত হইয়া শ্রীযুত কাপ্তেন কুক সাহেব যিনি পৃথিবী বেষ্টন করিয়াছিলেন তাহাঁর জীবন নষ্ট করিয়াছিল।

সমাপ্তঃ।