পাতা:ভূগোল সার.djvu/৬

উইকিসংকলন থেকে
এই পাতাটিকে বৈধকরণ করা হয়েছে। পাতাটিতে কোনো প্রকার ভুল পেলে তা ঠিক করুন বা জানান।

ভূগোল।

প্রথমভাগ।

১ পাঠ।

 যে বিদ্যা শিক্ষা করিলে পৃথিবীর আকারাদি এবং নগরাদি ও জনপদাদির বিবরণ জানা যায় পণ্ডিতেরা তাহাকেই ভূগোলবিদ্যা কহেন।

 ভূশব্দার্থ পৃথিবী, এবং গোল শব্দে গোলাকৃতি, এই কারণ ভূগোল বাক্য পৃথিবীর গোলাকার বোধক হয় তাহার বিবরণ জ্ঞাপক বিদ্যা ভূগোল বিদ্যা। 

পৃথিবীর আকার ও পরিমাণাদি।

 পৃথিবীর আকার গোল বটে কিন্তু সম্পূর্ণরূপ গোল বলা যায় না, উত্তর দক্ষিণাংশাকিঞ্চিৎ নিম্ন,বাতাবি নিমুর দৃষ্টান্ত স্থল হইতে পারে, যেহেতুক তাহার বোঁটার নিকট কিঞ্চিৎ নিম্ন আছে, পৃথিবীর আকারও এইরূপ।

পৃথিবীর পরিমাণ।

 পৃথিবীর বেষ্টন ১২০০০ ক্রোশ ও তাহার বিস্তার ৪০০০ ক্রোশ। - 

জল স্থলের পরিমাণ।

 স্থল ভাগ অপেক্ষা জল তাগ অধিক, অর্থাৎ স্থল এবং জল বিভাগ করিতে হইলে অনুমান দুই ভাগ জল আর স্থল এক ভাগ হইবে।