পাতা:ভূগোল (অক্ষয়কুমার দত্ত).djvu/১৭

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

* এক বিশেষ রাজার অধিকৃত যে বৃহৎভূমিখণ্ড রাজ্যের ভিন্নই অণশের নাম প্রদেশ । , যে স্থানে বহুতর স্বদেশীয় বিদেশীয় মনুষ্যদিগের বাণিজ্য ও বসতি থাকে তাহার নাম নগর । * যে নগরে ভূপতির প্রাসাদ এবং প্রধান বিচার গশর তাহার নাম রাজধানী । আকৃতি বিশেষে জলের নানাপ্রকার নাম হয়। যথা অতি বৃহৎজল খণ্ডকে মহাসাগর কহ যায় । মহাসাগরের অংশ অথচ মহাসাগর অপেক্ষ ক্ষুদ্র এবণ ভূমির নিকটবৰ্ত্তি জলখণ্ডকে সাগর কহ যায়। যে জল চতুৰ্দ্দিকে ভূমির দ্বার বেষ্ঠিত তাহাকে হ্রদ কহ যায় । - যে মহাসাগর বা সাগরের অণশ ভূমির মধ্যে অধিক দূরে প্রবেশ করে এবণ যাহার মোহান বৃহ হয় তাহাকে অর্থাত কহ যায়। * - ষে মহাসাগর বা সাগরের অংশ অৰ্থাত অপেক্ষ। ক্ষুদ্র তাহকে ক্ষুদ্ৰাখাত কহ যায় । দুই মহাদ্বীপের বা উপদ্বীপের মধ্য হইয়৷ সাগর ব। মহাসাগরের সহিত যে জলের যোগ হয় তাহাকে মোহীন কহ। যায় । । যে জল পৰ্ব্বত শৃঙ্গ বা হ্রদ হইতে বেশদ্বার সাগর ব। মহাসাগরে নির্গত হয় তাহাকে নদী কহ। যায় ।