পাতা:ভূগোল (অক্ষয়কুমার দত্ত).djvu/২৩

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

১২ রাজধানী এবং প্রধান নগর । রুস্কৃদেশের রাজধানী এস্তরখান, বল গানদীর তীরে । তাহাৰু প্রধান নগর অর্কতষ্ক, ইনিষী নদীর তীরে, এব° তোবালস্ক, ওবী মঙ্গীরতীরে । তুর্কীর রাজধানী আলেপে। অর্থাৎ লব। তাহার -প্রধান নগর বসরা, ইউফুেটিস্ নদীর তীরে, বোগদাদ এৰ^ হিল৷ নগর, টাইগ্ৰীস্ নদীর তীরে, তদ্ব্যতীত দমস্ক, মোসল এবং জেরুজালেম নগর আছে । জেরু জালেম, য়িহুদি লোকের রাজধানী । আরবের প্রধান নগর মক এব^ মদিনী, উভয় আরবের পশ্চিম ভাগে আছে । মকাতে মহুৰ্ম্মদের জন্ম হয় এবং মদিনাতে তাহার মৃত্যু হয়। ব্ৰহ্ম রাজ্যের রাজধানী অমরপুর, ঐরাবতী নদীর নিকটস্থ । তাহার প্রধান নগর অব। আবা,নদীর তীরে । শ্যামের প্রধান নগর বেঙ্কাক, মিনাম নদীর তীরে । ভারতবর্যের রাজধানী কলিকাতা, ভাগীরথীর তীরে, বোম্বাই, বোম্বাই উপদ্বীপে, এবণ মাত্ৰাজ, ভারতবর্ষে দক্ষিণ পূৰ্ব্বভাগে স্থাপিত আছে । ইহার অপর বিষয় ভারতবর্ষের বিবরণে দেখ । তিব্বতের রাজধানী লাস । পারম্বের রাজধানী তিহরান, পূৰ্ব্বে ইস্পাহান পারস্কের রাজধানী ছিল । তাহার প্রধান নগর সিরাজ, ইহাতে উত্তম মদ্য জন্মে ।