পাতা:ভূগোল (অক্ষয়কুমার দত্ত).djvu/৩০

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

S শোণ, কুশ প্রভৃতি শাখা নদীর সহিত মিলিত হইয়া এবং পর্যাদ্বারা বুহ্মপুঞ্জের সহিত মিলিয়া ৰঙ্গীয় অখাতে নিৰ্গত হয় । টাইগ্রাশ প্রায় ৫২৫ ত্রোশ এবং ইউফ্রেটিস ৯২০ ফ্লোশ দীর্ঘ, উভয়ে তারিখ পৰ্ব্বতে উৎপন্ন হয় । এব^ কালডিয়া দেশদিয়া গমন করত বসোরা নগরের প্রায় ২০ ক্রোশ উৎরে একত্র হইয়। পারস্ব ক্ষুদ্র। খাতে নিৰ্গত হয় । হদ। পারস্কের উত্তর ভাগে কাম্পিয়ান হদ বা সাগর । স্বাধীন তাভারে আন্নাল হ্ৰদ । শিবার দেশে ৰৈকাল হুদ। তুর্কীত্বে বাণ হুদ। তিব্বতে মানসরোবর, কথ, এব-পালি ইঁদ । জুডিয়া দেশে মৃত্যু সাগর তাহাতে মৎস্য বাচেন ও তাহার তীরে কোন বৃক্ষাদি উৎপন্ন হয় না, এই জন্য ভাস্থার নাম মৃত্যু সাগর হইয়াছে। bao বাণিজ্য যে গ্নি দুই । চীনদেশে কপূর, কাগচ,চীনের বাসন, চা, রেসম, মিছরি, মখমল, চিনি, ফলের মোরবা, গজদন্ত,নানাবিধ খেলনা, চৰ্ম্ম পাদুকা, ভূত, কিনখাপ, সার্টিন, গাজ, কাপায় বস্ত্র দুলিচা, কৃত্ৰিম পুষ্প, ইত্যাদি প্রস্তুত হয় । এইস্থলে অনেক স্বর্ণ ও রজতের খান আছে । এর তামু লেহু, শিশা, পারা, এব^ নানাপ্রস্তর পা ওয়া যায় ।