পাতা:ভূগোল (অক্ষয়কুমার দত্ত).djvu/৪২

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

O) বৃক্ষদির বিবরণ । হিন্দুস্থানের বৃক্ষের মধ্যে প্রধান শেগুণ বৃক্ষ । দক্ষিণে শাল,শিশু, টুন কাষ্ঠ বিস্তর প্রাপ্ত হওয়া যায় । আবলুস, জারুল, সুন্দরি, পশরি, কৃপা কণ্টকি প্রভৃতি কাষ্ঠ নানাকর্মোপযোগ হয়। রক্ত এবং শ্বেত চন্দন গন্ধ কাঠের মধ্যে প্রধান । বটের ন্যায় সুন্দর এব^ বৃহৎবৃক্ষ আর কোন স্থানে প্রাপ্ত হওয়া যায় না। পশুর বিবরণ । , হিন্দুস্থানে গ্রাম্য পশুর মধ্যে উত্তম এবং দুখুল্য কাশ্মীরি ছাগ যাহার পশম হইতে কাশ্মীরি শাল প্রস্তুত হয় । গাভী মেষ গৰ্দ্দভ ঘোটক উটু মহিষ গ্রাম্য পশুর মধ্যে প্রধান । সি^হ হস্তী ব্যাঘ্ৰ গণ্ডার বরাহ ও নানাজাতি বানর বন্য পশুর মধ্যে প্রধান । বনমানুষ হরিণ প্রভূতি হিন্দুস্থানের স্থানেখ জন্মে । マ容ー エJ ] হিন্দুস্থানে নানাবিধ বক্সে রঙ্গ করিবার জন্য যে কস প্রস্তুত হয় তাহার মধ্যে প্রধান'মাউচ, বকম প্রভূতিকাষ্ঠ। লাকু নীল কিরিঞ্চী মঞ্জিষ্ঠাকুসুম কুঙ্কুম হরিদ্র প্রভূতি পুষ্পের कन । 劇 t গন্ধত্রব্য অথাৎ মসলা । গুবাক, এলজি, দারুচিনি, নিৰ্ম্মল, পিপ্পলী তেজ পত্র লবঙ্গ ঘন্যাজির মরীচি মৃগনাভি জায়ফল অগুরু