পাতা:ভূগোল (অক্ষয়কুমার দত্ত).djvu/৪৩

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

৩২ ভূতি গন্ধ দ্রব্য এই স্থান হইতে নান দেশে প্রেরিত হয় । r} - ফল । হিন্দুস্থানের ফলের মধ্যে উৎকৃষ্ট নারিকেল এব: আম তিন্তিড়ী রম্ভ কণ্টকিফল কমলালেবু আনারস দ্রাক্ষ দাড়িয় খজুর প্রভৃতি ফল । শস্য । প্রধান শস্য ধান, যব, গোধূম, মুদ্গ, ইক্ষু, কা পাস, ছোলা, তিল সর্ষপ । মসীনা রেসম নীল প্রভৃতি। বাণিজ্যোপযোগি দ্রব্য । প্রস্তুত কাপাস অর্থাৎ মলমল । তাঞ্জেব প্রভূতি উৎকৃষ্ট বস্ত্র। প্রস্তুত পশম অর্থাং শাল । প্রস্তুত রেসম প্রস্তুত তসর প্রভৃতি দুর্মুল্য বসন । চিনি চাউল এবণ লবণ অহিফেণ মধু মোম শুষ্ঠী প্রস্তুত হস্তিদন্ত পাট শোন তামাকু এবণ নারিকেল তৈল প্রভৃতি । ধাতু এবং রত্ন । t'. হিন্দুস্থানে স্বর্ণ এবণ রৌপ্যের খনি নাই । কিন্তু স্থানেই ঝরণা জলে ধূলির ন্যায় প্রাপ্তি হয় । এস্থলে লোহ তাম্র সীসক প্রভূতি ধাতুর খনি আছে । এই ভারতবর্ষ ভূমিতে হীরক প্রভূতি নানা মণির উৎপত্তি জন্য বহুদিনাবধি ইহার অত্যন্ত খ্যাতি আছে কুদ্রাপি এৰূপ অনুপম ইরাকর খনি নাই, কেবল