পাতা:ভূগোল (অক্ষয়কুমার দত্ত).djvu/৪৯

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

JV) অন্ত্রিয়ার রাজধানী বায়েন দানুব নদীর তীরে। অখ্রিয়। রাজ্যের যে খণ্ড ইটালীর অন্তঃপাতি, তাহার রাজধানী মিলান । অন্ত্রিয়ার অন্তঃপাতি হঙ্গেরির প্রধান নগর প্রেস্বর্গ এবণ বুদা, দানুব নদীর ধারে । পোলণ্ডের প্রধান নগর ক্রাকে৷ বিষ্টিউলা নদীর ধারে। বোহিমিয়ার প্রধান নগর প্রেগ দানুব নদীর ধারে । বিনিস নগর বিনিস ক্ষুদ্রাখাতের তীরে । পুসিয়ার রাজধানী বলীন প্লী নদীর তীরে । তাহার প্রধান নগর দাঞ্জিগ বিষ্টিউল নদীর তীরে । সুইজলণ্ডের রাজধানী বরন য়্যার নদীর তীরে । তাহার নগর জিনিবা জিনিবাহদের তীরে । হলণ্ডের রাজধানী আমষ্টডম আমস্টল নদীর তীরে । তাহার প্রধান নগর রটন্ডম মেষ নদীর তীরে আন্তপ সেল্ট নদীর তীরে, তদ্ব্যতীত লিডেন এব^ হালেম নগরআছে । কেহ২ বলেন হালেম নগরে ছাপার সৃষ্টি হইয়াছিল । লিডেনে বিখ্যা ৬ পাঠশালা জাছে। হলণ্ডের অন্তঃপাতি হেগ নামক গ্রাম পুথিধীর সকল গ্রাম অপেক্ষা বৃহৎ7 - বেলজীয়মের রাজধানী বসেলস মেষ মর্দীর শাখার ধারে । তাহার প্রধান নগর গেণ্ট সেলট নদীর ধারে । I. ফরাশীশ্ব রাজ্যের রাজধানী পারিস, সীননদীর