পাতা:ভূগোল (অক্ষয়কুমার দত্ত).djvu/৫৮

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

8& আজব সাগরে নির্গত হয়, ইহার দীর্ঘত৷ ৪৯০ ফ্রোশ । নাইপর নদী চর্সন দেশ হইয়। কৃষ্ণসাগরে নির্গত হয়, ইহার দীর্ঘতা শু৯০ ক্রোশ । দানুব নদী সুয়াবিয়া নগরের রাজবাটীর অঙ্গনে উৎপন্ন হুইয়৷ পূৰ্ব্বমুখে অন্ত্রিয় এবণ বেবেরিয়ার মধ্যদিয়৷ পরে দক্ষিণমুখেহুঙ্গেরির মধ্য হইয়া পুনযার পূৰ্ব্বমুখে তুর্কী দেশ দিয়া পঞ্চশাখা হইয়। কৃষ্ণ সাগরে নিগত হয়। ইহাঁর দীর্ঘতা ৯১৭ ক্রোশ এবণ ইহার ধারে অনেক নগর আছে যথা বেবেরিয়া দেশস্থ রাটিস্বরন নগর, বায়েনা, প্রেস্বর্গ, বুদা, এব৯ বেলগ্রেড নগর । ^ দুয়িনী নদী রুষিয়াস্থ বলগদা পৰ্ব্বতের নিকট উৎপন্ন। হইয়। শ্বেত সাগরে নিগত হয় । দ্বীর্ঘতা ৫০০ (面* 1 - বিশ্চিউল নদী ক্রাপাক পৰ্ব্বতে উৎপন্ন হইয়। উত্তরমুখে দ্বাঞ্জিগ ক্ষুদ্রাখতে নির্গত হয় । দীর্ঘত ৩২৫ ক্রোশ এবং ইহার ধারে ওয়ার্মা, থরন এব^ দাঞ্জিগ-নগর আছে । এলব নদী ৰোহিমিয়ার পর্বতে উৎপন্ন হইয়। জর্মেনি দিয়া জর্মান সাগরে নির্গত হয়; ইহার দীর্ঘত। ৩৮৫ ক্রোশ । এই নদীর ধারে দ্রেস্ডন এবং হেম্বর্গ নগর অাছে।