পাতা:ভূগোল (অক্ষয়কুমার দত্ত).djvu/৬০

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

ר3 গারোন নদীপিরানিস্পৰ্ব্বতে উৎপন্ন হইয়। বিস্কে অখাতে নিৰ্গত হয়, দীর্ঘত। ১৯• ক্রোশ । টেগস নদী স্পেইন দেশস্থ আরাগান প্রদেশে উৎপন্ন৷ হইয়৷ দক্ষিণ পশ্চিমভাগ দিয়। লিসবন নগরের নিকট আটলাণ্টিক মহাসাগরে নির্গত হয়, ইহার দীর্ঘত৷ ২৯০ ক্রোশ; ইহাঁর ধীরে লিসবন এব" টলেডো নগর এবণ ইহার এক শাখার ধারে মাদ্রিদ নগর আছে । 事 এবোনদী অস্ত্রিয়ার পকতে উৎপন্ন হুইয়। দক্ষিণ পূৰ্ব্বভাগ দিয়া ভূমধ্যস্থ সাগরে নির্গত হয়, । দীর্ঘত ২০• ক্রোশ । " দুরো নদী কাটিলিয়ান পৰ্ব্বতে উৎপন্ন হইয়। পশ্চিম দিক দিয়া ওপোটোনগরের নিকটে আট লাণ্টিক মহাসাগরে নির্গত হয়, ইহার দীর্ঘত৷ ২২৫ ক্রোশ ৷ পো নদী স্বেয় দেশস্থ আপ পৰ্ব্বতে উৎপন্ন হুইয়। পূৰ্ব্বদিক দিয়া অন্দ্রিয়টিক সাগরে নির্গত হয়, ইহার দীর্ঘত হ১৫ ক্রোশ এব^ ইহঁার ধারে টিউরিন ফরের। এবং অত্রিয়.নগর আছে । টাইবর নদী আপিনাইন পৰ্ব্বতে উৎপন্ন হইয়। দক্ষিণ মুখে ভূমধ্যস্থ সাগরে নির্গত হয়, ইহার দীর্ঘতা ৭৫ ক্রোশ, এবং ইহার ‘মোহান হইতে ১• ক্লোশ দূরে রুশ নগর স্থাপিত আছে ।