পাতা:ভূগোল (অক্ষয়কুমার দত্ত).djvu/৬৩

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

(ι ο চিনি, মসলা ইত্যাদি। ফরাশীশ রাজ্য হইতে বুপ্তি নামক সূরা, অন্য২ মদ্য, পশমী বস্ত্র, মখমল, রেশম, কাচ, সুচারু মৃৎপাত্র এব^ ফলের মোরব্বা। স্পেইন হইতে পশম, সুর, গুবাক,বাদাম, কমলানেবু, ভূম্বর, এব^ কর্ক নামক বৃক্ষেরত্বচ । পোস্তুগাল হইতে ত্বচ এব^ স্পেইন দেশোৎপন্ন অন্য২ড্রব্য। জর্মেণি হইতে তামাকু, শোণ, শূকরমাংস, কাঠ, পশম, হাপ এবণ ম্যাডর নামক বৃক্ষ, এব^ উত্তম মদ্য । ইটালী হইতে বিবিধ বৃক্ষতৈল, ফল, রেশম, এব^মাবেল নামক প্রস্তর । তুর্কী হইতে গালীচ, চর্ম, রেশম, ঔষধ, ভূম্বর এব^ কাওয়া । পোলও হইতে গোধূম এবথ ক্রাকোর আকর হইতে লবণ প্রাপ্ত হওয়া যায় । ই^লগু দেশস্থ কর্ণোয়াল প্রদেশে দস্ত জন্মে । কেন্টেতে হাপ নামক বৃক্ষ জন্মে এব^ নাথম্বরলণ্ডে পাথুরিয়া কয়ল পাওয়া যায়। লাঙ্কসেয়ারে বিখ্যাত কাপাস নিৰ্ম্মিত দ্রব্য, ইয়কসেয়ার এব^ গ্লষ্টর সেয়ারে বিখ্যাত পশমী বস্ত্র । ষ্টাফোড সেয়ারে বিখ্যাত পাত্র। স্কটলণ্ড এব^ ওয়েলুল হইতে প্রচুর লৌহ পাওয়া যায়। * যে২ স্থানে যে২ বিখ্যাত দ্রব্য জেন্মে তাঁহার বিবরণ । দ্রেসেনে সুচারু মৃৎপাত্র- মেকলীন এব^বসেলস নগরেজরী-লায়লুস নগরে রেশমী দ্রব্য-জিনিবাতে