পাতা:ভূগোল (অক্ষয়কুমার দত্ত).djvu/৯০

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

ওরিগকে নদী গায়েন হইতে উম্ভব পূৰ্ব্বক বৰ্ত্তলা কৃতি হইয়া ত্রিনিদাদ দেশের দক্ষিণে আটলাণ্টিব মহাসাগরে মিগত হয় । ইহার দীর্ঘত। ৮e• ত্রে শি। সক্ষুই হান। নদী ৩০০ ক্রোশ দীর্ঘ। উত্তর আমেরিকাস্থ হল অণ্টারিও, এরাই, হিউরন, মিটিগান এব^ সুপিরিয়র নামক পঞ্চবৃহৎ হ্রদ পরস্পর সম্পযোজিত হওয়াতে তন্নিকটস্থ দেশে ভূমধ্যস্থ বাণিজ্যের সুযোগ হইয়াছে। ওন্টারিও এব৯ এরাই হ্রদের মধ্যে নায়েগার নামক এক বৃহৎ নিঝর আছে । উইনিপেগ, স্লেব হ্রদ, বেয়ার হ্রদ, এ ৭ অন্য কতিপয় হুদ সুপিরিয়র হ্রদের উত্তর পশ্চিমে শ্রেণীবদ্ধ ৰূপে আছে । বৰ্মণ্টদেশে চেম্পেলেন হ্রদ এব^ মেকসিকো দেশে নিকার। গুয়া হ্রদ । দক্ষিণ আমেরিকাস্থ হদ । লাপ্লাটার আস্তিজপৰ্ব্বতে টিসিয়াকুহুদ এবণ্ডকাল ন্ধিয়াদেশে েক্ষুদ্রাখাতের ন্যায় ১ মারাকেবে। হ্রদ । বাণিজ্যে পযোগি দিব্য । পশ্চিম, ইণ্ডিয়া হইতে তুলা নারিকেল, কাওয়া, চিনি, তামুকুট, রম নামক মদির, বাহাদুরী কাষ্ঠ, লাগউড নামক রঙ্গ প্রভৃতি পাওয়া যায়, এব^ তাহা তে আনারস, কমলালেবু কল৷ প্রভূতি কল লক্ষে ।