পাতা:ভূগোল (অক্ষয়কুমার দত্ত).djvu/৯১

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

* २. কানাভ হইতে তামুকুট, ক্ষার, বাহাদুৰীকা৯,কর নোমক লোম ? ও যব প্রভৃতি শস্য জন্মে। সশষোজিত রাজ্যহইতে চিনি কাপাস তামুকুট তস্কুল, যব প্রভৃতি পাওয়া যায়।বজিনিয়া দেশের তাম্রকুট এব^ জজিয়া এবং কেরোলাইন দেশোৎপন্ন কাপাস ও ভগুল অতি উত্তম। মেকসিকো এবণ পেরুদেশে বিখ্যাত স্বর্ণ রজতের খণি আছে, বিশেষতঃ পেরুর দক্ষিণভাগস্থ পাটাসি দেশের রজতাকর অতি উৎকৃষ্ট, পেরুধিয়ান বাক নামক ঔষধ প্রথমে পেরুম্বইতে আনীত হইয়াছিল। বুেজিল হইতে যথেষ্ট হীরক স্বর্ণ এবণ রৌপ্য পাওয়া যায় । মেকসিকোর অন্তঃপাতি কাম্পিচি হইতে লাগউড নামক রঙ্গ এবং হগু রাস্ হইতে ঐ রঙ্গ এব^ মহাগ্নিকাষ্ঠ প্রাপ্ত হওয়া যায় । জাতিবিশেষের বিবরণ । আমেরিকাস্থ পুরাতন লোকেরা ইণ্ডিয়ান নামে খলপ্ত ছিল। অদ্যাপি ও তাহারদিগের বংশাবলির ঐ নাম আছে। উত্তর আমেরিকার উত্তর এব^ উত্তর পূৰ্ব্বতীরে हेकईमांकन নামক লোকের বাস করে । স^যোজিত রাজ্যবাসী ক হক ,ইণ্ডিয়ানের শিল্পজ্ঞ এবণ সভ্য হইতেছে। চেরোকী এ ৭ ইরোকুয়ার অনেক সভ্য হইয়াছে। সম্পযোজিত রাজ্যস্থ সুসভ্য লোকের ব্রিটিস বংশোন্ডব। পানিয়া বংশোদ্ভব