পাতা:মঙ্গল সমাচার মাতিউ রচিত আর মঙ্গল সমাচার য়োহন রচিত.djvu/১০

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা হয়েছে, কিন্তু বৈধকরণ করা হয়নি।

মঙ্গল সমাচার মাতিউর চরিত.


প্রথম অধ্যায়.

আবরহামের সন্তান দাউদ তাহার সন্তান য়িশুখ্রীষ্ট তাঁহার পূর্ব্বপুরুষাখ্যান.

আবরহাম হইতে য়িসহকের উদ্ভব ও য়িসহাক হইতে য়াকুবের উদ্ভব ও য়াকুব হইতে য়িহুদা ও তাহার ভ্রাতৃগণের উভয়;

ও য়িহদা হইতে ডাময়ের উদরে ফরস ও জরখের উদ্ভব ও ফরস হইতে হসরোণের উদ্ভব ও হসরোণ হইতে রামের উদ্ভব;

ও রাম হইতে আমিনদবের উদ্ভব ও আমিনদব হইতে নাখশোনের উদ্ভব ও নাখশোন হইতে শলমার উদ্ভব;

ও শলমা হইতে রখবের উদরে বয়াজের উদ্ভব ও বয়াজ হইতে রোতের উদরে ওবেদের উদ্ভব ও ওবেদ হইতে য়ীশির উদ্ভব;

ও য়ীশি হইতে দাউদ রাজার উদ্ভব ও দাউদ রাজা হইতে সেই যে পূর্ব্বে আওরীহার স্ত্রী ছিল তাহার উদরে শলমনের উদ্ভব;

এবং শলমন হইতে রহবামের উদ্ভব ও রহবাম হইতে আবীয়ার উদ্ভব ও আবীয়া হইতে আশার উদ্ভব;