পাতা:মঙ্গল সমাচার মাতিউ রচিত আর মঙ্গল সমাচার য়োহন রচিত.djvu/১১০

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

মাতিউ, ত্রয়োদশ অধ্যায়. ৩ - কাটনের সময় পর্যন্ত দুই একত্রে বাড়ুক্ত, পরে কাটিবার সময়ে আমি কাটুনেরদিগকে কহিব, যে প্রথমে বনঘাস সকল কুড়াইয়া একত্র কর, এবং তাছা পোড়াইবার কারণ বোঝা ২ করিয়া বান্ধিয়া রাখ ; কিন্তু গোম সকল গোলাতে একত্র করই • ৩১ পরে তিনি আর এক উপমা তাহারদিগকে পুস্তাব করিলেন, যে স্বর্গের রাজ্য এক দান রাইর সদৃশ, যে এক মনুষ্য লইয়া আপন ক্ষেত্রে রোপণ করিল, ৩ । তাহা সকল বীচী হইতে ছোট বটে, কিন্তু বাড়িলে পরে সে সকল গুল্ম হইতে বড়তর হয়; এবং বৃক্ষ হইয়া যায়, এমত যে তাহার শাখাতে শূন্যের পঙ্কি সকল আসিয়া বাস করে. ৩ও পুনশ্চ তিনি আর এক উপম। তাছারদিগকে কহিলেন, স্বর্গের রাজ্য থমীরের ন্যায়, যে এক স্ত্রীলোক লইয়। তিন কাঠ ময়দার মধ্যে ঢাকিয়া রাথিল, যাবৎ পর্যন্ত সমূহ স্বামীরী হইয়া গেল । ৩৪ য়িস্ত এ সকল পুসঙ্গ উপমা কথাতে লোকারণ্যকে কহিলেন ; এবং উপমা ব্যতিরেকে তিনি তাহারদিগকে কছিলেন ন}. ৩৫ তাহাতে সেই কথা যেন পূর্ণ হয়, যে ভবিষ্যদ্বক্তা হইতে উক্ত ছিল, যে আমি উপম কথায় আপন মুখ ফুলিয়া দিব ; ও যে পথিবীর পত্তনাবধি গুপ্ত হইয়া আসিতেছে, এমত পুসঙ্গ আমি পুস্তাব করিব, ৩৬ তখন য়িস্ত লোকারণ্যকে বিদায় করিয়| এক ঘরেতে পুবেশ করিলেন,পরে তাহার শিষ্যগণ তাহার নিকট আসিয়া কহিলেক,ক্ষেতের বনঘাসের দৃষ্টান্ত আমারদিগকে পুভেদ করিয়া বলুন,