পাতা:মঙ্গল সমাচার মাতিউ রচিত আর মঙ্গল সমাচার য়োহন রচিত.djvu/১১৪

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

মতিউ, ত্রয়োদশ অধ্যায়. ৪৭ আরবার স্বর্গের রাজ্য সমুদূেতে ফেলা এক জলের সদৃশ, যাহাতে সকল পুকার ধরা যায়: ৪৮ ও ভরিয়া গেলে পরে তাহারা কৃলেতে টানিয় লয়, ও বসিয়া ভাল ং সকল পাত্ৰেতে কুড়াইয়া রাখে; কিন্তু মন্দ সকল ফেলিয় দেয়. ৪১ সেইমত ও জগতের শেষে হইবে দূতগণ আসিয়; প্রাকতার্থিকেরদের মধ্য হইতে পাপাত্মারদিগকে দূর করিয়া দিবেক, ও r এবং তাহারদিগকে অগ্নিকুণ্ডে ফেলিয়া দিবেক: সেইখানে ত্ৰাহি শবদ ও দন্তের কড়মড়ি হইবেক, ৫১ য়িস্তু তাহারদিগকে কহিলেন, তোমরা এ সকল প্রসঙ্গ নাকি বুরিয়াছ ? তাহার কহিল স্থা পুভে}. ৫ং তখন তিনি তাহারদিগকে কহিলেন, অতএব পুতি অধ্যাপক যে স্বর্গের রাজার্থে শিক্ষিত আছে, সে এক গহন্থের মত,যে আপন ভাণ্ডার হইতে নূতন ও পুরাতন দ্রব্য আনিয়! দেয়, ৫ ও পরে ঘটনাক্রমে য়িস্তু এই উপমা সকল সমাপন করিয়া সেই থান হইতে পুস্থান করিলেন, ৫৪ এবং আপনি স্বদেশে আইলে পরে তিমি তাহারদের সিনগগে এমত শিক্ষাইলেন, যে তাহারা চমৎকত হইলঃ এবং কহিতে লাগিল, এই মনুষ্যের এই মত জ্ঞান ও আশ্চর্য্য ক্রিয়া কোথা হইতে হইয়াছে ? ৫ ৫ এই কি সূত্রথরের পুত্র নহে ? তাহার মাতার নাম কি মারিয়া নহে? এবং য়াকুব ও য়োশেষ ও শমন ও তুহুদা তাহার ভাত নহে ? -