পাতা:মঙ্গল সমাচার মাতিউ রচিত আর মঙ্গল সমাচার য়োহন রচিত.djvu/১৩২

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

মাতিউ, ষোড়শ অধ্যায়. ৩৬ পরে সে সাত রুটী ও মৎস্য গুলা লইয়া ও স্তৰ দিয়া তিনি ভাঙ্গিলেন, ও আপন শিষ্যেরদিগকে দিলেন, এবং শিষ্যেয় লোকেরদিগকে দিল, ৩৭ এবং তাহারা সকলে থাইল, এবং তৃপ্ত হইল পরে তাহার উদ্বন্ত গুড় গাড়াতে তাহারা সাত ডালী পূর্ণ করিয়া উঠাইয়া লইল, * & ৩৮ এবং খাদকের চারি সহসু পুরুষ ছিল, স্ত্রী ও ছাওয়াল ছাড়া, ৩১ পরে তিনি লোকারণ্যকে বিদায় করিয়া ডিঙ্গায় চড়িলেন, ও মাগলার অঞ্চলে আইলেন, ষোড়শ অধ্যায় তথন ফারিসীরা সাদুকরদের সঙ্গে আসিয় তাহার পরীক্ষার্থে যাচঞ করিলেক, যে তিনি স্বৰ্গ হইতে তাহার দিগকে একটা চিহ্ন দেখাইয়া দেন. ং তিনি তাহারদিগকে উত্তর দিয়া কহিলেন, সন্ধ্যা কালে তোমরা বল, যে আকাশ পুসন্ন হইবে ; কেনন। সে রক্তবর্ণ হইয়াছে, ৩ এবং প্রাতঃকালে আজি বড় বৃষ্টি হইবে ; কেননা অণকাশটা লাল ও মলিন আছে, হে কপাট সকল তোমরা আকাশ মণ্ডলের চিহ্ন সকল বুঝিতে পার, অতএব সময়ের লক্ষণ কেন চিনিতে পারস্থ না ? ৪ এই দুষ্ট ও পারদরিক লোক চিহ্ন যাত্ৰগ করে, কিন্তু য়োন ভবিষ্যদ্বক্তার চিহ্ন ব্যতিরেক তাহাকে কোন চিহ্ন দেওয়া যাইবেক না, তখন তিনি তাহারদিগকে ছাড়িয়া পুস্তান করিলেন. ৫ এবং চাহার শিষ্যের অন্য পারে পৌছিলেন : পরে