পাতা:মঙ্গল সমাচার মাতিউ রচিত আর মঙ্গল সমাচার য়োহন রচিত.djvu/১৩৬

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

স্নাতিউ, ষোড়শ তাধ্যায়. ১৬ তখন শ্ৰীমন পিতর উত্তর দিয়া কহিল, তুমি খ্ৰীষ্ট জীবমান ঈশ্বরের পুত্র, ১৭ য়িস্ত তাহাকে পুঙ্গুত্তর করিয়া কহিলেন, হে শীমন বার্যোনা, তুমি ধন্য; কেননা তোমার স্থানে রক্ত মাস ইহা প্রকাশ করিল না. ১৮ কিন্তু আমার স্বৰ্গস্থ পিতা এবং আমি তোমাকে কহি, যে তুমি পিতর বট, এবং এই শিলাদির উপর আমি আপন মণ্ডলী নির্মাণ করিব, ও নরকের দ্বার তাহকে পরাজয় করিবেক না, ১৯ এবং আমি তোমাকে স্বর্ণের রাজ্যের ছোড়ান দিব, ও যে কিছু সুমি পৃথিবীর উপর বদ্ধ করির সে স্বগেতে বদ্ধ হইবে, ও যে কিছু ভূমি পৃথিবীর উপর মোচন করিব সে স্বর্গেতে মুক্ত হইবে ২০ তখন তিনি আপল শিয্যেরদিগকে আজ্ঞা দিলেন, যে য়িস্ত তিনি খ্ৰীষ্ট ইহা তাহার কাহাক যেন না কহে । ২১ সেই সময় হইতে য়িত আপন শিষ্যের দিগকে জানাইতে লাগিলেন, যে আপনাকে য়িরোশলমে যাইতে ও প্রাচীন লোক ও প্রধান যাজক ও অধ্যাপকেরদের স্থানে অনেক দুঃখ পাইতে ও মারা যাইতে এবং তৃতীয় দিবসে পুনৰ্ব্বার উথিত হইতে হইবে, ২ং তখন পিতর তাহার হস্ত ধরিয়া তাহাকে প্রতিরোথ বচন বলিতে লাগিল, যে হে পুভে এমন যেন না হয় : ইহা তোমাকে ঘটিবেক না. ং ৩ কিন্তু তিনি মুখ ফিরাইয়া পিতরকে কহিলেন, দূর যাও শয়তান, তুমি আমার গুতি ঠেষ বিযয় আছে ; কেনন। ঐশ্বরিক বিষয় তোমার শুদ্ধ। নাই, কিন্তু মানুষক বিষয়,