পাতা:মঙ্গল সমাচার মাতিউ রচিত আর মঙ্গল সমাচার য়োহন রচিত.djvu/১৪৮

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

মতিউ, অষ্টাদশ অধ্যায়. ১০ সাবধান এই ক্ষুদ্র, পুণির মধ্যে একটিকেও তুচ্ছ জ্ঞান যেন না কর ; কেননা আমি তোমারদিগকে কছি, যে স্বর্গেতে তাহারদের দূতগণ আমার স্বৰ্গস্থ পিতার মুখ সৰ্ব্বদ দেখিয়ে থাকে, ১ ১ কেননা যাহা হারিয়া গিয়াছিল, তাহাক পরিত্রাণ করিতে মনুয্যের পুত্ৰ আসিয়াছেন, ১ং তোমরা কেমন বুৰ্ব্বহ । যদি কোন মনুষ্যের শত মেষ হয়, এবং তাছারদের মধ্যে একটী অনুদ্দিশ্য হইয়া থাকে, তবে সে নিরানব্বই গুল ছাড়িয়া পৰ্ব্বতের মধ্যে যাইয়া সে অনুদিশ্য মেষের অন্বেষণ করিবে কি না? ১৩ এবং যদি সে ঘটনাক্রমে তাছার উদ্দেশ পায়,সত্য আমি কহি তোমারদিগকে,সে তাহার বিষয়ে যেমত আহ্লাদ করে, এমত আহ্লাদ সেই উদ্দেশ থাকা নিরানব্বই গুলার কারণ করিবে না. ১৪ সেই মতই তোমারদের স্বৰ্গস্থ পিতার ইচ্ছা নহে, যে এই ক্ষুদ্ররদের মধ্যে একটা ও নষ্ট হয়. ১৫ অপর যদ্যপি তোমার ভাত তোমার স্থানে অপরাধ করে,তবে যাইয় দুই জন বিরল হইয়। তাহার দোষ তাছাকে জানাও,যদি সে তোমার কথা শুনে, তবে তুমি আপন ভাতাকে পুপ্ত হইলা, *_ ১৬ কিন্তু যদিয়ে না শুনে,তবে আর দুই এক জনকে সঙ্গে লইয়া যাও, যে দুই তিন সাঙ্কির মুখে পুতিবাক্য যেন স্থির হয়, ১৭ কিন্তু যদি সে তাহারদের কথা না মানে, তবে মণ্ডলীর স্থানে তাহ কহিয়। দেও : আর যদি সে মণ্ডলীর পুতি অবহেলা করে, তবে সে তোমার স্থানে ভিন্নদেশী ও পাটওয়ারীর তুল্য গুণী যাউক,