পাতা:মঙ্গল সমাচার মাতিউ রচিত আর মঙ্গল সমাচার য়োহন রচিত.djvu/১৫৮

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

মাতিউ, উনবিংশতি অঞ্চায়, ১৭ তিনি তাহাকে কছিলেন, আমাকে ধাৰ্ম্মিক করিয়া কেন বল: ধাৰ্ম্মিক কেহ হয় না এক ব্যতিরেক, সে ঈশ্বর; কিন্তু যদিস্যাৎ তুমি জীবনের মধ্যে প্রবেশ করিতে স্থির করিয়াছ, তবে ব্যবস্থার আজ্ঞ সকল পালন করহ. ১৮ সে তাহাকে বলিতেছে, কোন ? য়িস্ত কছিলেন, ভূমি বধ করিব না, তুমি পরদার করিব না, তুমি চোরী করিবা না, তুমি মিথ্যা সাঙ্কি দিবা না ; ১১ তোমার পিতা ও মাতাকে সম্মান করাহ, এবং তোমার পড়সিকে আপনার তুল্য স্নেহ করিবt. ২০ সে যুবক তাহাকে বলিল, এই সকল আমি আপন বাল্যাবস্থা হইতে পালন করিয়া অ্যাসতেছি ; এখন আমার আর কি আবশ্যক আছে ? ২১ য়িস্ত তাহাকে কহিলেন, যদি তুমি সিদ্ধ হইতে চাহ, তবে যাইয়। তোমাৰ সৰ্ব্বস্ব বিক্রয় করিয়া দরিদের দিগকে দান কর,পরে তুমি স্বর্গেতে ধন পাইবা, এবং আইস আমার পশ্চাদ্বর্তী হও, ২২ কিন্তু সে যুগ্রক যখন এই কথা শুনিলেক, তখন সে উদ্বিগ্ন হইয়া চলিয়া গেল, কেননা তাহার যথেষ্ট সমপত্তি ছিল. ং৩ তখন য়িস্ত তাপন শিষ্যেরদিগকে কছিলেন, সত্য অামি তোমারদিগকে কহি, যে ধনবান পুরুষ স্বর্গের রাজ্যেতে বহুকষ্টে পুবেশ করিবে. ২৪ এবং পুনশ্চ আমি তোমারদিগকে কহি, যে স্বর্গের রাজ্যেতে ধনবানের পুবেশ করণ হইতে সূচির রঞ্জ দিয়া উটের পার হওয়া সহজ,