পাতা:মঙ্গল সমাচার মাতিউ রচিত আর মঙ্গল সমাচার য়োহন রচিত.djvu/১৬৪

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

মাতিউ, বিংশতি অন্ধ্যায়ু ই এবং পাইলে পরে তাহার। সেই গৃহপতির প্রতি কচকচ করিয়া বলিতে লাগিল, ভামরা দিনের গ্রীষ্ম ও শুমের ভর সভিয়াছি, তথাচ এই যে পশ্চাৎ জলেরা এক ঘড়ী মাত্র কৰ্ম্ম করিয়াছে, তাহারাদগকে জুমি আমারদের সমতুল্য করিয়া দিয়া ২ ৩ কিন্তু তিনি তাহারদের মধ্যকার এক জমকে উত্তর দিয়া কহিলেন, হে মিত্র আমি তোমাকে কিছুই অন্যায় করি নাই, তুমি আমার সহিত এক সিক দিন সমাধা করিয়া স্বীকত হইয়াছিল কি না ? ১৪ জুমি যাহা আপনার তাঙ্কণ লইয়া চলিয়। যাও, যেমত তোমাকে দিয়াছি, সেইমত আমি এই পশ্চাৎ জনকেও দিব, ১৫ তামার নিজ দুবে যাহা ইচ্ছা করি তাহাই করিতে আমার কৰ্ত্তব্য কি না ; আমি ভাল মাছি ইহাৰু বারণ না কি তোমার চক্ষু মন্দ ? ১৬ অতএব প্রথমটা শেষ হইবে, ও শেষটা প্রথম ঃ কেননা অনেক লোক জাহালিত হয়, কিন্তু অলপ লোক মনোনীত. -> ১৭ অনন্তর য়িস্ত ফ্লিরোশলনে যাইতে ই পথের মঞ্চে তিনি দ্বাদশ শিষ্যকে এক ভৃিতে লইয়া তাহারদিগকে কহিলেন. - ১৮ দেখ আমরা য়িরোশলসে যাইতেছি, ও মনুল্যের পুত্র গুপ্তান যাজকেরদের ও অধ্যাপকেরদের স্থানে বিশ্বাস ঘাতিত হইয়া সমৰ্পিত হইবেন, এব- তাহারা তাহার মরণের অাজা দিবে, ১৯ ও উহাকে তিরস্কার করিতে ও কোড়া মার দিতে ও জুশে বধ করিতে ভিনদেশিরদের স্থানে সমর্পণ কৱিৰে, পরে তৃতীয় দিবসে তিনি পুনৰ্ব্বার উঠিৰেন