পাতা:মঙ্গল সমাচার মাতিউ রচিত আর মঙ্গল সমাচার য়োহন রচিত.djvu/১৭০

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

মাতিউ, একবিংশতি অধ্যায়. ং ঐ সমুখ গুমেতে যাও, এবং পৌছিবা মাত্র তোমরা সশাবকে একটি গদ্ধভ বান্ধ পাইবা ; তাহ থসাইয়া অামার নিকটে আনিয়া দেও, ও আর যদিস্যাৎ কেহ কিছু বলে, তবে তোমরা কহিবা, যে তাহাতে পুভুর আবশ্যক আছে ; ও তৎক্ষণাৎ সে তাহাকে পাঠাইয়া দিবে, ৪. এই সমস্ত হইল,সেই যেন পূর্ণ হয় যে ভবিষ্যদ্বক্তাতে উক্ত ছিল, ৫ যে তোমরা সীয়নের কন্যাকে বল, দেখ তোমার রাজা নমুশীল হইয় গৰ্দ্ধভের উপর, বরঞ্চ গৰ্দ্ধভের নৱ ৷ বাচ্চ এক শাবকের উপর,আরোহিত হইয়া তোমার নিকটে আসিতেছেন, o ৬ তথন শিষ্যেরা যাইয়া য়িস্তর আজ্ঞানুসারে করিল, ৭ এবং সে গদ্ধভ ও শাবককে আনিয়া তাহারদের উপর আপনারদের বস্ত্র রাথিয় তাহার উপর তাহাকে আরোহণ করাইল, ৮ পরে বড় এক লোকীরণ পথের মধ্যে আপনারদের পরিচ্ছদ পাতিয়া দিল, অন্যেরা বৃক্ষের ডাল ছেদন করিয়া পথে ছড়াইয়া দিল, ১ এবং অগুণামি ও পশ্চাদগামিলোকারণ্য সকল চেচ ইয়া বলিতে লাগিল, হোশঅনা দাউদের সন্তান ধন্য! তিনি যে ঈশ্বরের নামেতে আসিতেছেন, সৰ্ব্বেচ্চেতে হোশ অনা ! ১ • এবং তিনি য়িরোশলমে বিষ্ট হইলে পরে এই কেট ২ বলিয়া নগর সমুদায় লড়চড় হইলে, - ১১ লোকারণ্য কহিল, এই গালিলি নজরেতের ভবিষ্যদ্বক্ত) য়ি শু,