পাতা:মঙ্গল সমাচার মাতিউ রচিত আর মঙ্গল সমাচার য়োহন রচিত.djvu/১৭৮

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

মতিউ, একবিংশতি অধ্যায়ু, ৩৫ তখন সে কৃষকের তাহার ভূত্যেরদিগকে ধরিয়া এক জনকে মারি মারিল, অন্যকে বধ করিল, ও অন্যকে পুস্তর মারিল ৩৬ পুনশ্চ তিনি আর ং ভূত্যেরদিগকে পাঠাইলেন, পূৰ্ব্ব হইতে অধিক ; এবং তাহারদিগকে ও তাহারা তন্মত করল- - - ৩৭ কিন্তু সৰ্ব্ব শেষে তিনি আপনার পুত্রকে তাতার দের নিকটে পাঠাইলেন, কছিলেন, যে আমার পুত্রকে তাহারা সমাদর করিবেক, ৩৮ কিন্তু যখন সে কষকের পুত্রকে দেখিল, তখন তাহারা আপনারদের মধ্যে কহিতে লাগিল, এইট না উত্তরাধিকারী ; আইস আমরা তাহাকে বধ করি, ও তাহার অধিকার ধারণ করিয়া লই, ৩১ তখন তাহারা তাহাকে ধরিল, ও দ্রাক্ষা বাগান হইতে বাহির করিয়া বধ করিল ৪০ অতএব সে দক্ষিণ বাগানের স্বামী যখন আসিবেন, তখন সে কৃষকেরদিগকে তিনি কি করিবেন ? ৪১ তাহারা কহিতেছে, তিনি সেই দুৰ্জ্জনেরদিগকে দারুণ রূপে নষ্ট করিবেন, এবং দক্ষিণ বাগান অন্য কৃষকের দের স্থানে গচ্ছিত করিয়া দিবেন: যে সময়ানুক্রমে ফল তাহাকে যোগাইয়া দিবে. - ৪ । য়িস্ত তাহারদিগকে কহিতেছেন, তোমরা কি গুস্থেতে কথন পাঠ কর নাই যে পাতর গার্থকেরা ত্যাগ করিয়াছিল, সেই পাতর কোণার চূড়া হইয়াছে : এই তো ঈশ্বরের কৰ্ম্ম । ও আমারদের দর্শনে অভূত: