পাতা:মঙ্গল সমাচার মাতিউ রচিত আর মঙ্গল সমাচার য়োহন রচিত.djvu/১৮২

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

মতিউ, দ্বাবিংশতি অন্ধ্যায়, ৫ কিন্তু তাহারা অবহেলা করিয়া এক জন আপন জোতে, অন্যটা অণপন বাণিজ্যে চলিয়া গেল : ৬ এবং অন্য সকল তাহার অনুচরেরদিগকে ধরিয়া দৌরাত্ম্য ব্যবহার করিয়া তাহারদিগকে মারিয়া ফেলিল, ৭ কিন্তু সে রাজা যখন ইহার সবাদ পাইলেন, তখন তিনি কোপাৰিষ্ট হইলেন, ও আপন সৈন্য সামন্ত পাঠাইয়। সেই বধিকেরদিগকে নষ্ট করাইয় তাহারদের পুৱী পোড়াইয়া দিলেন, ৮ তখন তিনি আপন অনুরেরদিগকে কহিতেছেন, বিবাহ তো পুস্তুত আছে, কিন্তু যে সকল নিমন্ত্রিত ছিল তাহারা অযোগ্য পাত্র ছিল, ১ অতএব তোমরা রাজ পথে যাইয়া যতেকের দেখা পাও, তাহারদিগকে বিবাহেতে আহ্বান কর. ১০ অতএব সে অনুচরের রাজ পথে গেল, এবং ভাল মন্দ যত লোকেরদের দেথা পাইল, তাহারা সকলের দিগকে আনিয়া যত্ন করল,এবং সে বিবাহের পুসুৰ মত অভ্যাগত হইল. ১ ১ অনন্তর রাজা অভ্যাগত সকলের দিগকে দেখিতে ভিতরে আসিয়া বিবাহ বস্ত্র বিহীন এক জনকে সাক্ষাতে দেখিলেন, ১ং এবং তিনি তাহাকে কছিলেন,হে মিত্ৰ তুমি বিবাহ বস্ত্ৰবজ্জিত এখানে আসিয়া পুবেশ করিলা কি রূপে : তাহাতে সে নিরব হইল, g ১ ও তখন সে রাজা অনুচরেরদিগকে কছিলেন, তাহার হাত পা বাধিয়া তাহাকে লইয়া যাইয়। বহিৰ্ভত অন্ধকারে ফেলিয়া দেও, সেখানে ক্ৰন্দন ও দন্তের কড়মড়ি হইবে,