পাতা:মঙ্গল সমাচার মাতিউ রচিত আর মঙ্গল সমাচার য়োহন রচিত.djvu/১৯২

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

মাতিউ, ক্রয়োবিংশতি অধ্যায় ১১ কিন্তু তোমারদের মধ্যে যেটা বড় ভর হয়,সে তোমার দের সেবক হইবে, ১ ই এবং যে কেহ আপনাকে উন্নত করে, সে নত করা যাইবে, আর যে কেহ আপনাকে নমু করে, সে উন্নত করা যাইবে, ১ ৩ কিন্তু হে অধ্যাপক ও ফারিসী কপটি সকল ! ধিক খ তোমারদিগকে, কেননা তোমরা মনুয্যেরদের পুতি স্বর্গের রাজ্য বদ্ধ করিতেছ: তাহার মধ্যে তোমরা আপনার ও পুবেশ করই না,আর যাহারা পুবেশ করিতে পুবৰ্ত্ত হয়, তাহারদিগকে ও ভিতরে যাইতে দেও ন}, ১৪ হে অধ্যাপক ও ফারিসী কপটি সকল ! ধিক । তোমারদিগকে, কেননা তোমরা বিধবারদের বাটী সকল থাইয় ফেল, এবং বাহানার কারণ দীর্ঘ আরাধনা করছি: অতএব তোমারদের ঘোরতর দণ্ড হইবে, ১৫ হে অধ্যাপক ও ফারিসী কপটী সকল ! ধিক ২ তোমারদিগকে, কেননা তোমরা এক জনকে আপনারদের ধৰ্ম্মাশুিত করিতে সমূদ্র ও পৃথিবী বেষ্টন করিয়া লও, এবং সে জন কৃত হইলে পরে তাহাকে আপলারগি হইতে দ্বিগুণ নরকের বেটা করিয়া দেও. ১৬ ধিক । তোমারদিগকে,ওরে অন্ধ পথদর্শকরা ! যে কহিতেছ, যে কেহ মন্দিরের দিব্য লয় তাহা কিছু নয়, কিন্তু যে কেহ মন্দিরের স্বর্ণের দিব্য লইতেছে, সে দায়গুস্তু অাছে, ১৭ ছে মূঢ় ও অন্ধ সকল কোনটা বড়, কি স্বর্ণ কিম্বা মন্দির, যাহা হইত্তে স্বর্ণ পরিস্কৃত হয় ?