পাতা:মঙ্গল সমাচার মাতিউ রচিত আর মঙ্গল সমাচার য়োহন রচিত.djvu/২০৪

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

মাতিউ, চতুৰ্বি শতি তথ্যস্থি, ২৫ দেখ আমি তাহার পূৰ্ব্ব হইতে তোমারদিগকে কহিয়া দিয়াছি, | ২৬ তাতএব যদি তাহারণ তোমারদিগকে কহে, যে রেখ তিনি পুস্তরে আছেন, তবে বাহিরাইও না; কিম্বা দেথ তিনি অন্তসীপুরে আছেন, তাহা প্রত্যয় করিও না, ং ৭ কেননা যেমত বিদ্যুৎ পূৰ্ব্বদিগ হইতে নির্গত হইয়। পশ্চিমদিগ পর্যন্ত পুকাশিত হয়, সেইমত মনুষ্য পুত্রের আগমনও হইবে, - ২৮ কেননা যেখামে মরা আছে, সেই স্থানে গিল্পী সকল যড় হইবে, ১ সেই দিবসের ক্লেশ হইলে পরে তৎক্ষণাৎ সূর্য্য অস্বীকৃত হইবে, ও চন্দ্র আপনার জ্যোৎস্ন দিবেক না, এবং নক্ষত্র সকল আকাশ হইতে পতন হইবে, আর স্বর্গের বল সকল দোলিত হইবে : ৩০ তখন মনুষ্য পুত্রের চিত্ন আকাশেতে দেখা যাইবে, ও সেই সময়ে পৃথিবীর সমস্ত জাতি ক্ৰন্দন করিবে, এবং তাহারা মনুষ্য পুত্রকে সপরাক্রমে ও মহাতেজেতে আকাশের মেঘে আসিতে দেখিবে, ৩১ এবং তিনি আপন দূতগণেরদিগকে বাকের মহৎ শব্দেতে প্রেরণ করবেন, ও তাহার আকাশের একদিক হইতে অন্যদিগ পর্যন্ত চলুবর্ণযু হইতেই তাহার মনোনীতের দিগকে আনিয় একত্র করিবেক: | ত থ এখন আঞ্জীর বৃক্ষেতে এক দৃষ্টান্ত শিখছ, যখন তাহার শাখ। কোমল হয়, এবং পত্র বাহির করে, তখনি তোমরা জানহ যে গ্রীষ্ম সময় নিকট আছে,