পাতা:মঙ্গল সমাচার মাতিউ রচিত আর মঙ্গল সমাচার য়োহন রচিত.djvu/২০৬

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

মাতিউ, চতুর্বিশতি অধ্যায়, ৩৩ তদনুরূপে তোমরা ও যখন এ সকল দেখিবা, তথন জালিও যে তাহ নিকটে আছে ; বরঞ্চ দ্বারের কাছে, ৩৪ সত্যই আমি তোমারদিগকে কহি, এই বৰ্ত্তমান লোক যাইবে না, যাবৎ পর্যন্ত এ সকল ঘটনা পূর্ণ না হয়, ৩৫ স্বর্ণ ও পথিবী লোপ হইয়। যাইবে, কিন্তু আমার কথা লুপ্ত হইবে না, ৩৬ কিন্তু সেই দিবস ও দণ্ডের নিরাকরণ কেহ জানে না, বর স্বর্গের দূতগণ ও জানে না, কিন্তু আমার পিতা কেবল ৩৭ কিন্তু লুহের সময়ে যেমত ছিল, সেইমত মনুষ্য পুত্রের আগমন ও হইবে, ৩৮ কেন স যেমত জল প্লাবিতের পূৰ্ব্বে যে দিবস সুহ যাহাজেতে পুবেশ করিলেক, সেই দিবস পৰ্যন্তই তাহার। থাইতেছিল, ও পৗতেছিল, ও বিবাহ করিতেছিল, ও বিবাহ দিতেছিল, -: এ১ এবং যাবৎ বণ্য আসিয়া তাহারদিগকে না । লইয়া গেল, তাবৎ তাহার। অজ্ঞাত থাকিল; সেই মত মনুষ্য পূত্রের আগমন ও হইবে, ৪ - তখন দুই জন ক্ষেতে হইবে, এক জন ধরা যাইবে ও আন জন ছাড়া যাইবে. ৪১ দুই মাইয়া জাত পিষিতে থাকিবে, এক জনা ধৃত হইত্রে ও অন্যজন ত্যক্ত হইবে, ৪ ং অতএব সচেতন হইয়া থাক ; কেননা তোমারদের গুভু কোন দণ্ডে আসিবেন তাহা তোমরা জান না, ৪৩ কিন্তু ইহা বুঝ, যে গৃহপতি যদি জনিত চোর কোন প্রহরে আসিবে, তবে সে জাগুৎ হইয়া থাকিত, ও আপন গৃহে সিদ্ধ করিতে দিত না,