পাতা:মঙ্গল সমাচার মাতিউ রচিত আর মঙ্গল সমাচার য়োহন রচিত.djvu/২২২

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

মতিউ, ষড়বি শক্তি অধ্যায়, ° Kकनमा এই তৈল বহু মূল্য বিক্ৰীত হইয়। দরিদের দিগকে দেওয়া যাইতে পারিজ, ১ ও কিন্তু য়িস্ত ইহা জানিয়া তাহারদিগকে কহিলেন, স্ত্রীটাকে কেন ব্যামোহ দেও? কেননা সে অামার উপর একটা ভাল কৰ্ম্ম করিয়াছে, ১ ১ কেননা তোমারদের স্থানে দরিদ্রের সতত আছে, কিন্তু আমি তোমারদের স্থানে সতত নহি, ১ । সে যখন এই ভৈল অীমার শরীরের উপর ঢালিয়া দিল, তখন সে আমার কবর দেওনের কারণ তাছা করিল, ১ ও সত্যই আমি তোমারদিগকে কহি, জগৎ সমুদায়ে যে স্থা স্থানে এই মঙ্গল সমাচার প্রচারিত হইবে, সেই ২ স্থানে এই যে কৰ্ম্ম এই স্ত্রীলোক করিয়াছে, তাহা তাহার স্মরণার্থে জ্ঞাপিত হইবে, ১৪ তখন য়হুদা সারিওটা নামে দ্বাদশের একজন প্রধান যাজকেরদের নিকটে গেল, ছু ৫ এব• তাহারদিগকে বলিতে লাগিল, আমি তাহাকে তোমারদের স্থানে সমর্পণ করিলে তোমরা আমাকে কি দিব ? তথন তাহারা ত্রিশখান রুপ নিয়ম করিয়া তাহার সঙ্গে পণ স্থির করিল ১৬ এবং সেই কাল হইতে সে বিশ্বাস ঘাতকি করিয়া থরাইয়া দিতে সাঙ্গত্যের চেষ্টা করিল, ১৭ অনন্তর অথর্মীরী রুটির প্রথম দিবসে শিষ্যেরা য়িত্তর নিকটে আসিয়া কহিলেক, আপনকার থাইবার কারণ আমরা কোন স্থানে পেষাক্ষের আয়োজন করিব, আপন কার ইচ্ছ। কি ?